দশম ফেস্টিভ্যালে নতুন বিভাগ চালু করল ডিআইএমএফএফ
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) সহায়তায় দশম ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যালে (ডিআইএমএফএফ) নতুন বিভাগ চালু হয়েছে। গতকাল শনিবার (২ মার্চ) ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এ ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যালের এক দশক উদযাপনে নতুন এ বিভাগটি চালু করা হয়।
আজ রোববার (৩ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করে বলা হয়, নতুন যোগ করা বিভাগটি হলো ‘ফোর্সড টু ফ্লী’। ‘ফোর্সড টু ফ্লী’ শিরনামের একটি থিম উৎসবে অন্তর্ভুক্ত করায় এটি ফেস্টিভ্যালে একটি বৈচিত্র এনেছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এই উদ্যোগের অংশ হিসেবে ডিআইএমএফএফ এবং বাংলাদেশে ইউএনএইচসিআর ইউল্যাব-এ যৌথভাবে পাঁচ সপ্তাহব্যাপী একটি মোবাইল ফিল্মমেকিং ওয়ার্কশপেরও আয়োজন করেছিল। সেই কর্মশালাটি শিক্ষার্থীদের এমন একটি প্ল্যাটফর্ম প্রদান করেছে, যেখানে শিক্ষার্থীরা বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হওয়া মানুষদের গল্প মোবাইলের মাধ্যমে দৃশ্যবন্দী করেছে।
এই প্রচেষ্টার ফলস্বরূপ তিনটি ইউএনএইচসিআর থিমযুক্ত চলচ্চিত্র প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছিল। প্রদর্শিত চলচ্চিত্রগুলির মধ্যে রয়েছে নওরিন ইসলাম রিওর ‘দি আনব্রেকেবল ওয়াল’, রাফসান জনি রাহাতের ‘আনসেন্ট লেটারস’ এবং জুবায়ের আহমেদের ‘স্ল্যাং: রোহিঙ্গা ন্যারেটিভ’। সবগুলোই বাংলাদেশের চলচ্চিত্র। চলচ্চিত্রগুলোতে বাস্তচ্যুত মানুষদের সংগ্রাম, সংকট এবং আকাঙ্ক্ষাকে তুলে ধরা হয়েছে।
প্রদর্শনীতে ইউএনএইচসিআরের দুইজন অতিথি উপস্থিত ছিলেন। তারা হলেন- ইউএনএইচসিআরের বহিরাগত সম্পর্ক কর্মকর্তা শাহিরাহ মজুমদার এবং সহযোগী বহিরাগত সম্পর্ক কর্মকর্তা কেভিন লিন্ডব্লম।