অভিনেতা অপূর্ব, গায়ক অপূর্ব
জিয়াউল ফারুক অপূর্ব সাবলীল অভিনয় দিয়ে জয় করেছেন দর্শক হৃদয়। অপূর্ব ভক্তরা নিশ্চয়ই জানেন অপূর্ব ভালো গানও গাইতে পারেন। ছবি আঁকায়ও খ্যাতি রয়েছে তাঁর। সময় পেলে বাসায় ছবি আঁকেন। অভিনয়কে পেশা হিসেবে নিলেও গানকে কখনো পেশা হিসেবে নিতে চান না এই অভিনেতা। কয়েকটি নাটকের সূচনা সংগীতে কণ্ঠ দিলেও গানের অ্যালবাম বের করার ইচ্ছা নেই অপূর্বের। তবে বছরে দু-একবার দেশের বাইরে গানের কনসার্ট করেন তিনি। গত বছর সিডনিতে একক গানের কনসার্ট করে সেখানকার ভক্তদের মাতিয়ে এসেছেন অপূর্ব। চলতি বছরেও দেশের বাইরে কনসার্ট করবেন তিনি।
ছোটবেলায় গান শেখেননি অপূর্ব। তবে তাঁর মা ফিরোজা আহমেদ একজন সংগীতশিল্পী। রাজশাহী বেতারের তালিকাভুক্ত শিল্পী ছিলেন তিনি। মা যখন গান গাইতেন তখন অপূর্ব মনোযোগ দিয়ে তাঁর গান শুনতেন। তাই ভালো গান গাওয়ার কৌশল ছোটবেলা থেকেই রপ্ত করেছেন অপূর্ব। নিজের এই গুণ নিয়ে বিনয় করে অপূর্ব বলেন, ‘গান গাই একদম শখের বশে। আর গান গেয়ে অ্যালবাম বের করার কোনো ইচ্ছা নেই আমার।’
অবসরে বাসায় জলরং দিয়ে ছবি আঁকেন অপূর্ব। ছবি আঁকাও কোথাও শেখেননি গুণী এই অভিনেতা। এ প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘যখন ছাত্র ছিলাম তখন নিয়মিত ছবি আঁকতাম। কিন্তু এখন আর ওভাবে ছবি আঁকা হয় না। তবে সুযোগ পেলে ছবি আঁকি। প্রকৃতির ছবি, আমাদের জীবনের চিত্রগুলো রং-তুলি দিয়ে ফুটিয়ে তুলতে দারুণ লাগে। ছোটবেলা থেকে ছবি আঁকা আমার শখ।’
সামনে রোজার ঈদ। ঈদ উপলক্ষে খণ্ড নাটকে অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন অপূর্ব। ঈদের কাজের চাপ অনেক। তাই একটু সময়ের জন্যও অবসর মিলছে না। আজ শনিবার গুলশানে কৌশিক শকর দাশ পরিচালিত ঈদের একটি নাটকের শুটিং করছেন অপূর্ব। নাটকটিতে তাঁর প্রিয় সহশিল্পী তারিন কাজ করছেন। তারিন-অপূর্ব জুটির সব নাটকই দর্শক ভালোভাবে গ্রহণ করেছেন। এই নাটক নিয়েও আশাবাদী অপূর্ব।