পরিচালক বদলিয়ে ফিরছেন ‘গোলাম মামুন’
প্রয়াত চিত্রনায়ক সালমান শাহকে ঘিরে ‘বুকের মধ্যে আগুন’ ওয়েব সিরিজের স্পিন-অফ সিরিজ আসছে। সিরিজটির গল্প এগোবে এএসপি গোলাম মামুনকে কেন্দ্র করেই। নামও রাখা হয়েছে ‘গোলাম মামুন’।
তবে এবার তানিম রহমান অংশু নন, স্পিন অফটি ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের ব্যানারে পরিচালনা করছেন নির্মাতা শিহাব শাহীন।
সিরিজ সংশ্লিষ্ট সূত্রের মাধ্যমে জানা গেছে, এরই মধ্যে স্পিন-অফ সিরিজটির চিত্রনাট্য সম্পন্ন। অভিনয়শিল্পীরাও প্রস্তুত। চলতি মাসেই শুটিং শুরুর কথা রয়েছে। স্পিন-অফটি নির্মিত হচ্ছে মূল সিরিজের এএসপি গোলাম মামুন চরিত্রটির ওপর ভিত্তি করে। এই চরিত্রে থাকছেন অপূর্ব। তাঁকে ঘিরেই ডালপালা মেলবে গল্পটি। অন্যান্য চরিত্রে আসছে একঝাঁক নতুন মুখ।
‘বুকের মধ্যে আগুন’ সিরিজের গল্পে দেখা যায়, নব্বই দশকের একজন সুপারস্টার ও স্টাইল আইকন, রহস্যজনকভাবে যাঁর মৃত্যু হয়েছে। আর সেই মৃত্যুর রহস্য উদ্ঘাটন করতে মিশনে নামেন এএসপি গোলাম মামুন ওরফে অপূর্ব। গল্পে দেখানো হয়, সেই সুপারস্টার নায়কের ভক্ত হলেন এই পুলিশ কর্মকর্তা।