লিফটে ওঠেন না সোনম!
দিনকয়েক আগে কঠিন রোগ থেকে সেরে উঠেছেন। আবারও কাজ করছেন আগের সেই শুটিং স্পটে, যেখানে আক্রান্ত হয়েছিলেন সোয়াইন ফ্লুতে। সোনম কাপুরের সাহসের কমতি নেই কখনোই। কিন্তু একটা জায়গায় চরম ভীতু তিনি। স্কুপহুপ থেকে জানা গেল, লিফট থেকে ১০০ হাত দূরে থাকলেই নিরাপদ বোধ করেন অনিল কাপুরতনয়া সোনম।
দারুণ ব্যক্তিত্বের অধিকারী সোনমের এই ফোবিয়াটি আসলেই আজব! লিফট দেখলেই ভয়ে সিঁটিয়ে যান তিনি। এ জন্যই সব সময় চেষ্টা করেন সিঁড়ি ভেঙে চলাফেরা করতে। কিন্তু সব সময় তো আর সে সুযোগ মেলে না। চার-পাঁচ তলার বদলে যদি ২০-২৫ তলা উঠতে হয়, তখন তো আর সিঁড়ি বেয়ে ওঠা সম্ভব হয় না। একান্ত বাধ্য হয়ে তখন লিফটে চড়েন তিনি। এ ক্ষেত্রে তিনি যে কাজ করেন তা জেনে আরো অবাক হতে পারেন। লিফটের একদম কোনার দিকটায় গিয়ে চুপচাপ ঠান্ডা মেরে দাঁড়িয়ে থাকেন সোনম। একই সাথে, যতক্ষণ না পর্যন্ত লিফট জায়গামতো না পৌঁছায়, ততক্ষণ পর্যন্ত এতটুকুও নড়াচড়া করেন না তিনি। এতে যে ভীষণ ভয় লাগে তার!
সোনম এখন ব্যস্ত আছেন সুরজ বরজাতিয়ার ‘প্রেম রতন ধান পায়ো’ ছবির শুটিংয়ের কাজে। ছবিতে তিনি অভিনয় করছেন সালমান খানের বিপরীতে। এই ছবির শুটিং করতে গিয়েই সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছিলেন তিনি। অসুস্থ অবস্থা কাটিয়ে আবারও পূর্ণোদ্যমে ফিরেছেন কাজে। এ বছরের নভেম্বর মাস নাগাদ ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।