ফ্যাটি লিভারের গ্রেড ১, ২ ও ৩ কী
অনেকেই ফ্যাটি লিভার রোগে ভুগছেন। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে জানব ফ্যাটি লিভার কী, কেনই বা হয়। জানব ফ্যাটি লিভারের বিভিন্ন গ্রেড বা ধাপ সম্পর্কেও।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে ফ্যাটি লিভার সম্পর্কে কথা বলেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গ্যাস্ট্রোএন্টেরোলজি বিভাগের কনসালটেন্ট অধ্যাপক ডা. মুহাম্মদ আবদুল্লাহেল কাফী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. সামিউল আউয়াল স্বাক্ষর।
ফ্যাটি লিভারের বিভিন্ন ধরনের ধাপ রয়েছে। বিভিন্ন ধরনের গ্রেড রয়েছে, আলট্রাসনোতে যেটির দেখা মেলে। কী কী ধরনের রয়েছে এবং সেগুলোর তারতম্য কী কী, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে অধ্যাপক ডা. মুহাম্মদ আবদুল্লাহেল কাফী বলেন, নরমাল লিভার, এর মধ্যে কিছু ফ্যাট গ্লোবিউলস বা কিছু চর্বি জমা হলো। তা যে কারণেই হোক, ডায়াবেটিস থাকার কারণে হোক, প্রেশার থাকার কারণে হোক, অতিরিক্ত খাওয়াদাওয়ার কারণে হোক অথবা ফিজিক্যাল ইন্যাকটিভিটি; একটা জিনিসকে এমফাসিস করলাম। একটা ডিজিজ। তার পরে কিছু অভ্যাস, যেমন অ্যালকোহল, কেউ অল্প মাত্রায় গ্রহণ করে, কেউ বেশি মাত্রায় গ্রহণ করে। কারও হরমোন ডিজিজ থাকে, যেমন থাইরয়েড ডিজফাংশন যদি থাকে। কারও বি, সি ভাইরাস থাকে। এগুলো আনুষঙ্গিকভাবে থাকতে পারে।
অধ্যাপক ডা. মুহাম্মদ আবদুল্লাহেল কাফী বলেন, যখন রোগীর ভাইরাস নেই, কোনও রকম অ্যালকোহলও খাচ্ছে না, অলমোস্ট স্বাভাবিক জীবন যাপনই করছে, ড্রাগ এবিউসের হিস্ট্রি নেই, তখন আমরা সেটাকে পিউর ফ্যাটি লিভার ডিজিজ ধরে নিই।
গ্রেডিংয়ের বিষয়ে কী বলবেন, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে অধ্যাপক ডা. মুহাম্মদ আবদুল্লাহেল কাফী বলেন, আলট্রাসনোগ্রাম করতে গেলাম। দেখা গেল যে ফ্যাটি লিভার। প্রাথমিকভাবে ফ্যাটি লিভার থাকতে পারে অথবা গ্রেড ১, গ্রেড ২ ও গ্রেড ৩। এ রকম সনোলজিক্যালি, আলট্রাসনোর মাধ্যমে গ্রেড ১, গ্রেড ২ ও গ্রেড ৩ নির্ণয় করা হয়। একটু যখন লিভারের সেলগুলো বা ইকোটেক্সচার, আলট্রাসনোতে দেখে যে একটু সাদা হয়ে গেল। তখন আমরা গ্রেড ১ বলি। আরেকটু সাদা হলো, গ্রেড ২। আর অনেক সাদা হয়ে গেছে, কিডনির সাথে তুলনা করলে দেখা যায় যে কিডনির তুলনায় অনেক বেশি সাদা, তখন আমরা গ্রেড ৩ ধরতে পারি। এগুলোকে ক্যাটাগোরাইজ করার জন্য একটা টেস্ট আছে, সেটাকে বলে ফাইব্রোস্ক্যান। ফাইব্রোস্ক্যানের মাধ্যমে আমরা স্পেসিফিকভাবে জানতে পারি কোন গ্রেডে আছে।
ফ্যাটি লিভার কী, কেন হয়, এর প্রতিকারই বা কী, এসব প্রশ্নের উত্তর জানতে উপর্যুক্ত ভিডিওটিতে ক্লিক করুন। এ ছাড়া স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানতে এনটিভি হেলথ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং জানুন বিশেষজ্ঞের পরামর্শ।