ফাইনালে ওঠার মিশনে ব্যাটিংয়ে মাশরাফীর সিলেট
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে হেরে প্রথম কোয়ালিফায়ারে সুযোগ হাতছাড়া করেছে সিলেট স্ট্রাইকার্স। চলতি বিপিএলের ফাইনালে যেতে আজ মঙ্গলবারই (১৪ ফেব্রুয়ারি) শেষ সুযোগ তাদের সামনে। তাই শেষ সুযোগ কাজে লাগানোর মিশনে দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সের মুখোমুখি হয়েছে মাশরাফী বিন মোর্ত্তজার দল।
মিরপুর শেরেবাংলায় স্টেডিয়ামে আজ দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সের বিপক্ষে টসে হেরে আগে ব্যাটিংয়ে সিলেট স্ট্রাইকার্স।
বিপিএলের শুরু থেকে ছন্দ ধরে রাখা সিলেট এক নম্বর হয়েই প্লে-অফে ওঠে। কিন্তু প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লার কাছে পাত্তাই পায়নি মাশরাফীর দল। বিদেশি তারকাদের নিয়ে শক্তিশালী দল গড়া কুমিল্লা অনেকটা হেসেখেলে হারিয়েছে সিলেটকে। বড় জয়ে প্রথম দল হিসেবে নিশ্চিত করেছে ফাইনাল।
ফাইনালে তাদের প্রতিপক্ষ কে হবে সেটা ঠিক হবে আজ। আজকের ম্যাচে রংপুর ও সিলেটের মধ্যকার জয়ী দলই লড়বে কুমিল্লার বিপক্ষে ফাইনাল ম্যাচে। ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৬ ফেব্রুয়ারি।
এই মুহূর্তে দারুণ ছন্দে আছে রংপুর। এলিমিনেটর পর্ব হয়ে আসা দলটি সাকিবের বরিশালকে বিদায় করে জায়গা করে নিয়েছে কোয়ালিফায়ারে। তাছাড়া শেষ দিকে একাদিক বিদেশি তারকাদেরও যোগ করেছে দলটি। সবমিলিয়ে সোহানের রংপুর ব্যালেন্স টিম। ভিন্ন পরিস্থিতি সিলেট শিবিরে। টুর্নামেন্টের শুরুর দিকে বিদেশিরা থাকলেও এই মুহূর্ত বিদেশি বড় নাম নেই তাদের। পিএসএলের কারণে মোহাম্মদ আমির-ওয়াসিমরা চলে গেছেন। তাই রায়ার্ন বার্ল-থিসারা পেরেরা আর দেশীয় তরুণদের নিয়েই রংপুরকে টেক্কা দিতে হবে মাশরাফীদের।