নির্বাচন নিয়ে ‘দ্রুত’ সিদ্ধান্ত নেবেন বাইডেন
২০২৪ সালের শেষেও দিকে হবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনে ফের লড়ার ঘোষণা আনুষ্ঠানিকভাবে না দিলেও ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন করবেন কি না, আনুষ্ঠানিকভাবে তা খুব দ্রুতই জানাবেন। গতকাল শুক্রবার আয়ারল্যান্ড ছেড়ে যাওয়ার সময় এ তথ্য জানান বাইডেন। খবর এএফফির।
বাইডেন বলেছেন, ‘২০২৪ সালে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিবো। ইতোমধ্যে সেই পরিকল্পনা তৈরি করেছি।’
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমি আবারও পরিকল্পনা করার ব্যাপারে আপনাদের বলেছিলাম।’
২০২৪ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে। আগের রিপাবলিকান হেড অব স্টেট ডোনাল্ড ট্রাম্প ২০২২ সালের নভেম্বরে ঘোষণা করেছিলেন, তিনি দেশের সর্বোচ্চ সরকারি দপ্তরের জন্য নির্বাচনী প্রতিযোগিতায় নামবেন।