হলিউড হিলসে নতুন করে আগুন, হুমকির মুখে বিভিন্ন স্থাপনা
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসের হলিউড হিলসে নতুন করে আগুন লেগেছে। দাবানলের আগুনের ফলে বিভিন্ন স্থাপনা হুমকির মধ্যে রয়েছে।
আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট বলছে, অগ্নিকাণ্ডের ফলে হলিউড হিলসের আশপাশের এলাকা থেকে বাধ্যতামূলকভাবে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া হুমকির মুখে রয়েছে সেলিব্রিটিদের বাড়িঘরসহ এলাকাগুলো।
লস অ্যাঞ্জেলেস এবং এর প্রতিবেশী ভেনচুরা কাউন্টিতে এখন অন্তত ছয়টি দাবানল ছড়িয়েছে। কর্মকর্তারা বলছেন, উডলির দাবানলটি আকারে হ্রাস পেয়েছে এবং বাকিগুলো নিয়ন্ত্রণের বাইরে রয়েছে।
এখন পর্যন্ত প্যালিসেডস, ইটন, হার্স্ট ও উডলিতে পাঁচজন নিহত এবং এক হাজারেরও বেশি অবকাঠামো পুড়ে গেছে। ইটনে এক লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া প্যালিসেডসের আগুন থেকে ৩৭ হাজার লোককে নিরাপদ স্থানে সরিয়ে নিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।
কর্মকর্তারা বলছেন, মঙ্গলবার (৭ জানুয়ারি) পালিসেডসে প্রথম অগ্নিকাণ্ডের ঘটনাটি লস অ্যাঞ্জেলেসের ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক হয়ে উঠেছে।
লস অ্যাঞ্জেলেসের অগ্নিনির্বাপক কর্মীরা শহরের ভেতরে এবং আশপাশে দাবানল নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে, তারা পানির অভাব অনুভব করছেন।
২৫ বছর ধরে ক্যালিফোর্নিয়ায় বসবাস করা একজন বলেছেন, মৌসুমী দাবানলের বিষয়টি স্বভাবিক। তবে, এবারের দাবানলটি সবচেয়ে বিরক্তিকর।
দাবানল শুরুর আগে, ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিওএস) এই সপ্তাহের শুরুতে লস অ্যাঞ্জেলেস কাউন্টির বেশিরভাগ অঞ্চলে তীব্র অগ্নিকাণ্ডের সতর্কতা জারি করেছিল। বিশেষত, শুষ্ক আবহাওয়া ও অগ্নিসংবেদনশীল গাছপালা এ অবস্থার জন্য দায়ী। বর্তমানে আগুনের প্রভাব এতটাই ব্যাপক, উদ্ধারকর্মীরা নিজেদের সর্বোচ্চ চেষ্টা করেও দাবানল ঠেকাতে পারছেন না।