৮০ লাখ টাকায় বরিশালে মুশফিক
তারকা ক্রিকেটারদের দল নিশ্চিত হয়েছিল আগেই। বাকি ছিলেন শুধু মুশফিকুর রহিম। বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে 'এ' ক্যাটাগরিতে ছিল তার নাম। যার ভিত্তিমূল্য ৮০ লাখ টাকা। এই টাকায় তাকে প্রথম রাউন্ডেই দলে ভিড়িয়েছে ফরচুন বরিশাল।
এই দলে আছেন আরেক অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ। এবার মুশফিককেও ভেড়ালো তারা। প্রথম রাউন্ডে মুশফিকের পাশাপাশি রাকিবুল হাসানকেও নিয়েছে বরিশাল।
বিপিএলের গত আসরে মুশফিক খেলেছিলেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। এবার খেলবেন নতুন ফ্র্যাঞ্চাইজির অধীনে।
বিপিএলের দ্বিতীয় রাউন্ড শেষে যারা যারা দল পেলেন :
কুমিল্লা ভিক্টোরিয়ান্স : মৃত্যুঞ্জয় চৌধুরী, জাকের আলি অনিক।
সিলেট স্ট্রাইকার্স : মোহাম্মদ মিঠুন, রেজাউর রহমান রাজা।
রংপুর রাইডার্স : রনি তালুকদার, শামিম হোসেন।
ফরচুন বরিশাল : মুশফিকুর রহিম, রাকিবুল হাসান।
খুলনা টাইগার্স : আফিফ হোসেন, রুবেল হোসেন।
দুর্দান্ত ঢাকা : সাইফ হাসান, ইরফান শুক্কুর।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স : তানজিদ হাসান তামিম, আল আমিন হোসেন।