তামিম-মাহমুদউল্লাহদের দলে সৌম্য
বিপিএলের প্লেয়ার্স ড্রাফটের দ্বিতীয় রাউন্ডে দল পেয়েছেন সৌম্য সরকার। অফ ফর্মে থাকা এই ওপেনারকে নিয়েছে তামিম ইকবালের দল ফরচুন বরিশাল। বিপিএলের গত আসরে ঢাকার হয়ে খেলেছিলেন সৌম্য।
সৌম্য ছাড়াও মুশফিককে নিয়েছে বরিশাল। তারকা ক্রিকেটারদের দল নিশ্চিত হয়েছিল আগেই। বাকি ছিলেন শুধু মুশফিকুর রহিম। বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে 'এ' ক্যাটাগরিতে ছিল তার নাম। যার ভিত্তিমূল্য ৮০ লাখ টাকা। এই টাকায় তাকে প্রথম রাউন্ডেই দলে ভিড়িয়েছে ফরচুন বরিশাল।
এই দলে আছেন আরেক অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ। এবার মুশফিককেও ভেড়ালো তারা। প্রথম রাউন্ডে মুশফিকের পাশাপাশি রাকিবুল হাসানকেও নিয়েছে বরিশাল। পরের রাউন্ডে নিয়েছে সৌম্য ও সাইফউদ্দিনকে।
আজ রোববার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২০২৪ এর প্লেয়ার্স ড্রাফট চলছে। রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে চলছে বিপিএলের প্লেয়ার ড্রাফট।
এক নজরে ফরচুন বরিশাল :
রিটেনশন লোকাল : মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, খালেদ আহমেদ।
রিটেনশন ওভারসিজ : ইবরাহিম জাদরান।
ডিরেক্ট লোকাল : তামিম ইকবাল।
ডিরেক্ট সাইনিং ওভারসিজ : শোয়েব মালিক, পল স্টার্লিং, ফখর জামান, মোহাম্মদ আমির, আব্বাস আফ্রিদি, দুনিথ ভেল্লালগে।
ড্রাফট : মুশফিকুর রহিম, রাকিবুল হাসান, সাইফউদ্দিন, সৌম্য সরকার।