সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা
তিন দিনব্যাপী আন্তস্কুল বিজ্ঞান মেলা উদযাপন করেছে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ। আজ বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিনে আনন্দগণ পরিবেশে এই মেলা শুরু হয়েছে। প্রথম দিন ছিল বিজ্ঞান মেলা ও কুইজলীগ।
সকাল ১১টায় শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ও বেলুন উত্তোলনের মাধ্যমে মেলার শুভ সূচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ। এতে শুভেচ্ছা বক্তব্য দেন বিজ্ঞান ক্লাবের মডারেটর ও প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক মোহাম্মদ আজিজুর রহমান।
পরে অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান মোল্লা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. মো. আব্দুজ জাহের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. সুমাইয়া মামুন, মো. বাহালুল হক চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক ঢাকা বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সভাপতি আলহাজ মো. সামসুদ্দিন ভূইয়া সেন্টু প্রমুখ বক্তব্য দেন। তারা পবিত্র ঈদে মিলাদুন নবীর পবিত্র দিনকে স্মরণ করে গভীর শ্রদ্ধা জানান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেন।
মো. মাহবুবুর রহমান মোল্লা বলেন, ‘বিজ্ঞান চর্চায় পিছিয়ে থাকলে আমরাও পিছিয়ে থাকব। মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ আন্দোলনের আশীর্বাদে আশাকরি অচিরেই দেশে সন্তোষজনকভাবে বিজ্ঞান চর্চার প্রসার ঘটবে এবং তারই ইতিবাচক প্রভাব পড়বে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ওপর।’