অস্ট্রেলিয়াকে ১৫৭ রানের চ্যালেঞ্জ বাংলাদেশের
নিষেধাজ্ঞা পাওয়ায় দলে নেই দলের প্রধান দুই বোলার তাসকিন আহমেদ ও আরাফাত সানি। ফুড পয়জনিংয়ের কারণে খেলতে পারছেন না দারুণ ফর্মে থাকা তামিম ইকবালও। এত প্রতিবন্ধকতা সত্ত্বেও অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট হাতে ভালো নৈপুণ্যই দেখিয়েছে বাংলাদেশ। টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো না হলেও সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহর লড়াকু ব্যাটিংয়ে ভর করে স্কোরবোর্ডে জমা করেছে ১৫৬ রান।
বেশ কিছুদিন ধরেই সৌম্য সরকার ভুগছিলেন রানখরায়। আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে সেই খরা কিছুটা কাটাতে পারবেন, এমন আশাই ছিল বাংলাদেশের সমর্থকদের। কিন্তু আজও ব্যর্থ হলেন বাংলাদেশের এই বাঁহাতি ওপেনার। মাত্র ১ রান করেই সাজঘরে ফিরে গেছেন দ্বিতীয় ওভারে। খুব বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি ভালো ফর্মে থাকা সাব্বির রহমানও। ষষ্ঠ ওভারে আউট হয়েছেন ১২ রান করে। তবে তৃতীয় উইকেটে ৩৭ রানের জুটি গড়ে বাংলাদেশকে লড়াইয়ের পুঁজি গড়ে দেওয়ার পথে বেশ খানিকটা এগিয়ে দিয়েছিলেন সাকিব আল হাসান ও মোহাম্মদ মিথুন। দশম ওভারে আউট হওয়ার আগে মিথুন করেছেন ২৩ রান।
পাকিস্তানের বিপক্ষে ৫০ রানের অপরাজিত ইনিংস খেলার পর আজ অস্ট্রেলিয়ার বিপক্ষেও হেসেছে সাকিব আল হাসানের ব্যাট। চাপের মুখে খেলেছেন ২৫ বলে ৩৩ রানের লড়াকু ইনিংস। শেষপর্যন্ত উইকেটে থাকতে পারলে বাংলাদেশের সংগ্রহটা হয়তো আরেকটি বড় হতে পারত। তবে শেষপর্যায়ে দারুণ ব্যাটিং করেছেন মাহমুদউল্লাহ। ১টি ছয় ও ৭টি চার মেরে খেলেছেন ২৯ বলে ৪৯ রানের ইনিংস। মুশফিকের ১৫ রানের ইনিংসটিও ভালো অবদান রেখেছে বাংলাদেশের লড়াইয়ের পুঁজি সংগ্রহের পেছনে। ষষ্ঠ উইকেটে তাঁরা গড়েছিলেন ২৮ বলে ৫১ রানের অবিচ্ছিন্ন জুটি।
টস-ভাগ্য খুবই খারাপ বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার। এবারের বিশ্বকাপের সবগুলো ম্যাচেই টসে হেরেছেন মাশরাফি। আজ অস্ট্রেলিয়ার বিপক্ষেও টস জিততে পারেননি বাংলাদেশের অধিনায়ক। শুরুতে টস হেরে ব্যাটিংয়ে নামতে হচ্ছে বাংলাদেশকে।
পাকিস্তানের বিপক্ষে হেরে বিশ্বকাপের সুপার টেন পর্বের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। সেই ধাক্কা কাটতে না কাটতেই বাংলাদেশকে শুনতে হয়েছে বড় দুটি দুঃসংবাদ। অবৈধ বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ করা হয়েছে তাসকিন আহমেদ ও আরাফাত সানিকে। ফলে কিছুটা বিমর্ষ অবস্থার মধ্যেই আজ বেঙ্গালুরুর চেন্নাস্বামী স্টেডিয়ামে শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছেন মাশরাফিরা।
নিষেধাজ্ঞা পাওয়ায় তাসকিন-সানি যে থাকবেন না তা আগে থেকেই জানা ছিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে দলে নেই তামিম ইকবালও। তবে ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন বাঁহাতি বোলার মুস্তাফিজুর রহমান। তাসকিন-সানির পরিবর্তে দলে আসা শুভাগত হোম ও সাকলায়েন সজীব আছেন প্রথম একাদশে।
বাংলাদেশের মতো অস্ট্রেলিয়ারও বিশ্বকাপ মিশন শুরু হয়েছে হার দিয়ে। নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ রানে হেরেছিল অস্ট্রেলিয়া। শিরোপা জয়ের লড়াইয়ে টিকে থাকার জন্য মরিয়া হয়েই মাঠে নামবে অস্ট্রেলিয়া ও বাংলাদেশ।
বাংলাদেশ দল : মোহাম্মদ মিথুন, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মাশরাফি বিন মুর্তজা, শুভাগত হোম, সাকলাইন সজীব, মুস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন।