টস জিতে মাশরাফীদের ব্যাটিংয়ে পাঠাল চট্টগ্রাম
কুমিল্লা ভিক্টোরিয়ান্স-দুর্দান্ত ঢাকার ম্যাচ দিয়ে পর্দা উঠেছে বিপিএলের দশম আসরের। উদ্বোধনী ম্যাচেই চ্যাম্পিয়ন কুমিল্লাকে হারিয়ে দিয়েছে স্বাগতিক ঢাকা। দিনের দ্বিতীয় ম্যাচে মাশরাফী বিন মোর্ত্তজার সিলেট স্টাইকার্সের বিপক্ষে মাঠে নেমেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। টস জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠিয়েছে চট্টগ্রাম।
আজ শুক্রবার (১৯ জানুয়ারি) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন চট্টগ্রাম অধিনায়ক শুভাগত হোম। আগে ব্যাটিংয়ে নামবে গেলবারের রানার্সআপ সিলেট। যাদের সবচেয়ে বড় শক্তির জায়গা মাশরাফী বিন মোর্ত্তজা। বিপিএলের অন্যতম সফল এই অধিনায়কের হাত ধরে এগিয়ে যাওয়ার ছক কষছে দলটি। সঙ্গে আছেন নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুনরা।
অন্যদিকে, শুভাগত হোম, তানজিদ তামিম, মোহাম্মদ আল-আমিন, শাহাদাৎ হোসেন দিপুদের নিয়ে তারুণ্যনির্ভর দল গড়েছে চট্টগ্রাম। কোচের দায়িত্বে আছেন তুষার ইমরান। অন্যদের তুলনায় খুব শক্তিশালি দল না হলেও নিজেদের পিছিয়ে রাখতে নারাজ চট্টগ্রাম।
তবে, ম্যাচের ফলাফলই বলে দেবে কারা ফেভারিট! যার জন্য অপেক্ষা ম্যাচ শেষ হওয়ার। প্রথম ম্যাচে যেমন কুমিল্লাকে হারিয়ে চমকে দিয়েছে ঢাকা তেমনি দ্বিতীয় ম্যাচে সিলেটের বিপক্ষে চট্টগ্রাম কোনো চমক দেখাতে পারে কিনা সেটাই দেখার অপেক্ষা!