দুই ঘণ্টা প্রস্তুতি নিয়েও ব্যাটিংয়ে নামেনি সাকিব
চোখের সমস্যা বেশ ভোগাচ্ছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। রংপুরের জার্সিতে মাঠে নামলেও ব্যাটে-বলে নিজের সেরাটা দিতে পারছেন না। ছন্দে ফিরতে ঢাকার বিপক্ষে ম্যাচের আগে দুই ঘণ্টা কঠোর অনুশীলন করেন সাকিব। তবে, দীর্ঘক্ষণ প্রস্তুতি নিলেও ম্যাচে ব্যাটিংয়ে নামেননি সাকিব।
আজ শনিবার (২৭ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাবর আজমের ফিফটি ও আজমতউল্লাহ ওমরজাইয়ের ঝড়ো ব্যাটিংয়ে ভর করে ২০ ওভারে ১৮৩ রানের লড়াকু সংগ্রহ পেয়েছে রংপুর। তবে ব্যাটিংয়ে দেখা যায়নি দলের সবচেয়ে বড় তারকা সাকিবকে। ডেথ ওভারে আট রানের মধ্যে তিন উইকেট হারায় রংপুর—তবুও সাকিব ব্যাট হাতে নামেননি।
অবশ্য, সাকিবের ব্যাটিংয়ে না নামার মূল কারণ তার চোখের সমস্যা। সাকিবের বাঁ চোখ এক্সট্রাফোভাল সেন্ট্রাল সেরাস কোরিওরেটিনোপ্যাথি (সিএসআর) রোগে সংক্রমিত হয়েছে। এই সমস্যার কারণে ব্যাটিংয়ে বল দেখতে অসুবিধা হচ্ছে সাকিবের।
সাকিবের চোখের সমস্যা মূলত ধরা পড়ে ওয়ানডে বিশ্বকাপের সময়। সে সময় ভারতীয় চিকিৎসকের পরামর্শ নিয়ে খেলেছিলেন এ অলরাউন্ডার। এরপর বিপিএলের ঠিক আগে লন্ডনে যান চিকিৎসক দেখাতে। লন্ডন থেকে ফিরে এসে খেলেছিলেন বিপিএলের প্রথম ম্যাচেও। তবে ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচের পরই আবার চোখের সমস্যা অনুভূত হওয়ায় চিকিৎসার জন্য চলে সিঙ্গাপুরে। শঙ্কা ছিল বিপিএলের বেশ কয়েকটি ম্যাচ মিস করার। তবে এক ম্যাচ বিরতির পরই তিনি বিপিএলে ফিরেছেন।