কোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও রাজশাহীতে বিজিবি মোতায়েন
চলমান কোটা সংস্কার আন্দোলন ও তার ওপর দেশের বিভিন্ন স্থানে হামলা-সংঘর্ষ হয়েছে। এতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকায় একজন, চট্টগ্রামে তিনজন ও রংপুরে একজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এসব তথ্য উত্তাপ ছড়াচ্ছে আন্দোলনে। এমন এক পরিস্থিতে চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, বগুড়া, রংপুর ও রাজশাহীতে বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবির পিআরও থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এই তথ্য জানানো হয়েছে।
আজ মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরের দিকে রংপুরের লালবাগ এলাকা থেকে মিছিল নিয়ে ক্যাম্পাসের দিকে যান তারা। ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে বাধে সংঘর্ষ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ছোড়ে রাবার বুলেট। এতে শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহতের তথ্য এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) মো. সায়ফুজ্জামান ফারুকী। তিনি জানিয়েছেন, নিহতের নাম আবু সাঈদ। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী।
চট্টগ্রামে ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। বিকেলে এই ঘটনা ঘটে। এতে আন্দোলনে আরও উত্তাপ ছড়াচ্ছে। সিএমপি কমিশনার সাইফুলও গণমাধ্যমে বলেন, নিহতদের একজন চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী। আরেকজন পথচারী। কলেজ শিক্ষার্থীর শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিল না। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমরা মৃত্যুর তথ্য পেয়েছি। তবে, পুলিশ কোথাও বলপ্রয়োগ করেনি।
ঢাকা কলেজ এলাকায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় একজন মারা গেছেন। তার বয়স আনুমানিক ২৫। এখন তার মরদেহ আছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে আছে। এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া।