আইপিএলের সেরা একাদশে মুস্তাফিজ
এবারের আইপিএলের শুরু থেকেই ক্রিকেটপ্রেমীদের আকর্ষণের কেন্দ্রে মুস্তাফিজুর রহমান। শুধু সাধারণ ক্রিকেটভক্ত নন, অনেক রথী-মহারথীও তাঁর প্রশংসায় পঞ্চমুখ। সে তালিকায় আছেন ওয়াসিম আকরাম, মুত্তিয়া মুরালিধরন, অ্যালান ডোনাল্ডের মতো কিংবদন্তিরা। জাতীয় দলের পর আইপিএলেও বল হাতে জ্বলে ওঠা মুস্তাফিজকে নিয়ে হৈচৈ চলছে ক্রিকেট-দুনিয়াজুড়ে। আইপিএল অর্ধেক শেষ হওয়ার পর টুর্নামেন্টের সেরা একাদশে অনুমিতভাবেই জায়গা করে নিয়েছেন বাংলাদেশের কাটার-মাস্টার। একাদশটা তৈরি করেছে অস্ট্রেলিয়ার ক্রিকেট ওয়েবসাইট ক্রিকেট ডটকম ডট এইউ।
আইপিএলের শুরু থেকেই বল হাতে আগুন ঝরিয়ে যাচ্ছেন মুস্তাফিজ। তাঁর কাটার, স্লোয়ার, বাউন্সার, ইয়র্কারগুলো বুঝতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে বিশ্ববিখ্যাত ব্যাটসম্যানদের। মুস্তাফিজের শিকারের তালিকায় আছেন বিরাট কোহলি আর এবি ডি ভিলিয়ার্সের মতো দুই ভয়ংকর ব্যাটসম্যানও।
পরিসংখ্যানেও মুস্তাফিজের সাফল্য প্রতিধ্বনিত। এ পর্যন্ত সাতটি ম্যাচ খেলে ২১.২৫ গড়ে আটটি উইকেট নিয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের ‘ফিজ’। ইকোনমি রেট মানে ওভারপ্রতি রান দেওয়ার হার ৬.৫৩। টি-টোয়েন্টি ক্রিকেটের হিসাবে নিঃসন্দেহে দারুণ মিতব্যয়ী বোলিং।
আইপিএলে মুস্তাফিজের সেরা বোলিং শুধু কিংস ইলেভেন পাঞ্জাবকেই কাঁপিয়ে দেয়নি, স্তম্ভিত করে দিয়েছিল ক্রিকেটবিশ্বকেও। ২৩ এপ্রিল হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে মুস্তাফিজের তোপে বিধ্বস্ত হয়ে গিয়েছিল পাঞ্জাব। সেদিন চার ওভারে মাত্র ৯ রানের বিনিময়ে দুই উইকেট নিয়েছিলেন এই প্রতিভাবান বাঁহাতি পেসার। এর মধ্যে প্রথম ১৫ বলে দিয়েছিলেন মাত্র ১ রান! তাঁর বলে কোনো বাউন্ডারিও হয়নি। এমন অবিশ্বাস্য বোলিংয়ের সুবাদে ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার উঠেছিল মুস্তাফিজের হাতে।
অস্ট্রেলিয়ার ক্রিকেট ওয়েবসাইটটি তো অভিভূত হবেই!
আইপিএলের সেরা একাদশ :
ডেভিড ওয়ার্নার (সানরাইজার্স হায়দরাবাদ), বিরাট কোহলি (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর), রোহিত শর্মা (মুম্বাই ইন্ডিয়ান্স), এবি ডি ভিলিয়ার্স (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর), গৌতম গম্ভীর (কলকাতা নাইট রাইডার্স), কুইন্টন ডি কক (দিল্লি ডেয়ারডেভিলস), ক্রিস মরিস (দিল্লি ডেয়ারডেভিলস), মোহিত শর্মা (কিংস ইলেভেন পাঞ্জাব), মিচেল ম্যাকক্লেনাগান (মুম্বাই ইন্ডিয়ান্স), অমিত মিশ্র (দিল্লি ডেয়ারডেভিলস) ও মুস্তাফিজুর রহমান (সানরাইজার্স হায়দরাবাদ)।