গুলশান হামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২৪ আগস্ট
রাজধানীর গুলশানের স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়েছে।
আগামী ২৪ আগস্ট এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে গুলশান থানার জেনারেল রেকর্ডিং অফিসার উপপরিদর্শক ফরিদ মিয়া এনটিভি অনলাইনকে জানান, আজ বুধবার দুপুর ২টায় এ মামলার এজাহার ও এফআইআর এসে আদালতে পৌঁছায়। এরপর এসব ঢাকার মহানগর হাকিম স্নিগ্ধা রানী চক্রবর্তীর আদালতে উপস্থাপন করা হলেন বিচারক আগামী ২৪ আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন নির্ধারণ করেন।
তবে আজ এ মামলায় কোনো আসামিকে গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন বা হাজির করা হয়নি।
পুলিশের গুলশান বিভাগের সহকারী কমিশনার (এসি) রফিকুল ইসলাম জানান, গত সোমবার রাতে সন্ত্রাস দমন আইনে মামলাটি করা হয়। মামলা নম্বর গুলশান ১(৭)১৬।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নিহত পাঁচ হামলাকারীসহ মামলায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে। ওই ঘটনায় আরো কয়েকটি মামলার প্রস্তুতি চলছে।
গত শুক্রবার রাত পৌনে ৯টার দিকে হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় বন্দুকধারীরা। হামলার পর রাতেই তারা ২০ জনকে হত্যা করে।
ওই দিন রাতে উদ্ধার অভিযানের সময় বন্দুকধারীদের বোমার আঘাতে নিহত হন পুলিশের দুই কর্মকর্তা। পরদিন সকালে যৌথ বাহিনীর অভিযানে নিহত হয় পাঁচ হামলাকারী। এ নিয়ে হামলার পর ২৮ জন নিহত হয়।
জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করে। সংগঠনটির মুখপাত্র আমাক হামলাকারীদের ছবি প্রকাশ করে বলে জানায় জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স।