সঠিকভাবে আইন প্রণয়নের আহ্বান প্রধান বিচারপতির
ত্রুটিপূর্ণ আইনে বিচার বিভাগের ওপর চাপ পড়ে মন্তব্য করে সংসদকে সঠিকভাবে আইন প্রণয়নের আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আইনজীবী মাহমুদুল ইসলামের স্মরণসভায় প্রধান বিচারপতি এ আহ্বান জানান।
প্রধান বিচারপতি আরো বলেন, সংবিধানের মূল বার্তাই হচ্ছে আইনের শাসনের সরকার।
আইনমন্ত্রী আনিসুল হক বলেন, মাহমুদুল ইসলাম যে আইনের শাসনের দিকনির্দেশনা দিয়ে গেছেন তা বাস্তবায়নে কাজ করছে সরকার।
সংবিধান অনুযায়ী দেশ শাসন করলে দেশে সুশাসনের দুর্ভিক্ষ হতো না বলে অনুষ্ঠানে মন্তব্য করেন ব্যারিস্টার আমিরুল ইসলাম।