টাইগারদের লক্ষ্য ৩১০
বেন স্টোকসকে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম শতকটা উপহারই দিলেন বাংলাদেশের ফিল্ডাররা। তিন তিনবার জীবন পেয়ে শতরানের ইনিংস খেলেছেন ইংল্যান্ডের বাঁহাতি এই ব্যাটসম্যান। স্টোকসের শতক, বেন ডাকেট ও অধিনায়ক জস বাটলারের অর্ধশতকে ইংল্যান্ড গড়েছে বড় সংগ্রহ। প্রথম ম্যাচ জিতে ওয়ানডে সিরিজের সূচনা ভালোভাবে করার জন্য বাংলাদেশকে পেরোতে হবে ৩০৯ রানের দুরুহ লক্ষ্য।
ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শুরুটা সতর্কভাবেই করেছিল ইংল্যান্ড। প্রথম সাত ওভারে ৪১ রান জমা করেছিলেন দুই ওপেনার জেমস ভিনস ও জ্যাসন রয়। অষ্টম ওভারে ইংল্যান্ডকে প্রথম আঘাতটি দিয়েছেন শফিউল ইসলাম। তুলে নিয়েছেন ভিনসের উইকেট। ১৬ রান করে ফিরে গেছেন ভিনস। ৪১ রান করে ক্রমে বিপজ্জনক হয়ে উঠছিলেন আরেক ওপেনার রয়। দ্বাদশ ওভারে তাঁকেও আউট করে বাংলাদেশ শিবিরে স্বস্তি ফিরিয়েছেন সাকিব আল হাসান। পরের ওভারে ইংল্যান্ডের অন্যতম ব্যাটিং ভরসা জনি বেয়ারস্টোও ফিরে গেছেন রানআউটের ফাঁদে পড়ে। দুর্দান্ত ফিল্ডিং করে বেয়ারস্টোকে রানআউট করেছেন সাব্বির রহমান।
৬৩ রানের মধ্যেই তিন উইকেট হারিয়ে কিছুটা বিপাকে পড়লেও চতুর্থ উইকেটে ১৫৩ রানের জুটি গড়ে বাংলাদেশকে অনেকটা সময় ভুগিয়েছেন দুই বেন। বেন ডাকেট ও বেন স্টোকস। ৩৯তম ওভারে অবশেষে এই জুটি ভেঙেছেন শফিউল ইসলাম। এর মধ্যে তিন-চারটি ক্যাচ মিস করেছেন বাংলাদেশের ফিল্ডাররা। ৩৯তম ওভারে আউট হওয়ার আগে ডাকেট খেলেছেন ৬০ রানের ইনিংস। তিন ওভার পরে স্টোকস সাজঘরে ফিরেছেন ১০১ রান করে। শেষপর্যায়ে অধিনায়ক বাটলারের ৩৮ বলে ৬৩ রানের ঝড়ো ইনিংসের সুবাদে ইংল্যান্ডের স্কোরবোর্ডে জমা হয়েছে ৩০৯ রান।
নিরাপত্তা-সংক্রান্ত নানা জটিলতা ও অনিশ্চয়তা নিয়ে অনেক দিন ধরেই আলোচনায় ছিল ইংল্যান্ডের বাংলাদেশ সফর। সেসব শেষে আজ শুক্রবার থেকে শুরু হয়েছে ব্যাট-বলের লড়াই। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও বাংলাদেশ। শুরুতেই টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার।
আফগানিস্তানের বিপক্ষে সিরিজে বাজে পারফরম্যান্সের পর দল থেকে বাদ পড়েছেন ওপেনার সৌম্য সরকার। দলে নেই পেসার রুবেল হোসেনও। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সঙ্গে পেস আক্রমণে থাকছেন তাসকিন আহমেদ ও শফিউল ইসলাম।
ইংল্যান্ডের পক্ষে ওয়ানডে অভিষেক হতে যাচ্ছে বেন ডাকেট ও জ্যাক বলের। ২১ বছর বয়সী ডাকেট খেলতে যাচ্ছেন প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ।
২০১৪ সালের নভেম্বর থেকে ঘরের মাটিতে টানা ছয়টি ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। দুর্দান্ত এই জয়যাত্রা অব্যাহত রাখার লক্ষ্য নিয়ে মুখোমুখি হয়েছে ইংল্যান্ডের।
বাংলাদেশ দল : তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি বিন মুর্তজা, মোশাররফ হোসেন রুবেল, তাসকিন আহমেদ ও শফিউল ইসলাম।