সেই চট্টগ্রামেই সাব্বিরের টেস্ট যাত্রা
সীমিত ওভারের ক্রিকেটে সাব্বির রহমানের অভিষেক হয়েছে চট্টগ্রামে। টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে ২০১৪ সালের ফেব্রুয়ারিতে। একই বছর নভেম্বরে হয়েছে ওয়ানডে অভিষেক, এই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেই। এবার টেস্ট দুনিয়ায়ও সাব্বির রহমানের যাত্রা শুরু হয়েছে একই স্টেডিয়ামে।
শনিবার চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় বলে সাকিব আল হাসান যখন সাজঘরে ফিরে যান, তখনই ব্যাট হাতে মাঠে নামেন সাব্বির। অবশ্য তাঁর আগে গত বৃহস্পতিবারই সাদা-পোশাকের ক্রিকেটে প্রথম খেলতে নামেন তিনি। গত দুইদিনে ফিল্ডিং এবং বোলিং করেছেন ঠিক, তবে তাঁর আসল কাজটি শুরু হয়েছে আজ থেকেই।
সব কিছুর আগে সাব্বির একজন ব্যাটসম্যান। এই কোটায় দলে জায়গা পেয়েছেন তিনি।
সীমিত ওভারের ক্রিকেটে বেশ কিছুদিন ধরেই উজ্জ্বলতা ছড়াচ্ছেন সাব্বির। তাঁর হাত ধরে দলও পাচ্ছে সাফল্য। তারই ধারাবাহিকতায় এবার ডাক পেলেন দীর্ঘ পরিসরের ক্রিকেটে।
২৯টি ওয়ানডে খেলে ২৯ দশমিক ৬৬ গড়ে ৬২৩ রান করছেন এই হার্ডহিটার ব্যাটসম্যান। এখনো কোনো শতক না পেলেও তিনটি অর্ধশতক রয়েছে তাঁর এই ক্যারিয়ারে।
সাব্বির টি-টোয়েন্টি খেলেছেন ২৬টি। ২০ ওভারের ক্রিকেটে ৩০ দশমিক ২০ গড়ে তাঁর রান ৬০৪। এখানেও তিনটি অর্ধশতক, সর্বোচ্চ রান ৮০। এবার টেস্ট ক্রিকেটে কী করেন, সেটাই এখন দেখার বিষয়।