তারপরও আশাবাদী ওয়ালশ
মাত্র ৬২ রানে পাঁচ উইকেট হারিয়ে যে ইংল্যান্ড ছিল চরম বিপাকে, দিনশেষে সেই দলটির স্কোর দাঁড়াল ২২৮ রান। হাতে আছে আরো দুই উইকেট। চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন শেষে সফরকারী দলটি তাই লিড নিয়েছে ২৭৩ রানের। ম্যাচে এখন অনেকটাই ব্যাকফুটে স্বাগতিক বাংলাদেশ দল।
তারপরও এই ম্যাচে ভালো কিছু করার সম্ভাবনা দেখছেন বাংলাদেশ দলের পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। শনিবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে সাবেক এই কিংবদন্তি পেসার বলেন, ‘একটা ভালো জুটি গড়ে ইংল্যান্ড নিজেদের একটা মজবুত অবস্থানে নিয়ে গেছে। হয়তো তারা আরো ২০-৩০ রান যোগ করতে পারবে। তবে দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাট করতে পারলে এই ম্যাচে আমাদের ভালো কিছু করা অসম্ভব নয়। দলের সাফল্যের ব্যাপারে আমি আশাবাদী।’
এর জন্য দ্বিতীয় ইনিংসে দুই তিনটি ভালো জুটি গড়তে হবে বলে মনে করেন বাংলাদেশ বোলিং কোচ, ‘এখন যে অবস্থায় আছে আমাদের জন্য ম্যাচটি জেতা খুব-একটা সহজ নয়। তবে জিততে হালে দ্বিতীয় ইনিংসে আমাদের যদি দু-তিনটি ভালো জুটি গড়তে হবে। ম্যাচে এখন যে কারোই জয়ের সম্ভাবনা রয়েছে।’
ম্যাচে এর আগে প্রথম ইনিংসে ইংল্যান্ড ২৯৩ রান করেছিল। জবাবে বাংলাদেশের প্রথম ইনিংস গুটিয়ে যায় ২৪৮ রানে। প্রথম ইনিংসে তাই অতিথি দলটি লিড পেয়েছিল ৪৫ রানের। দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত ২২৮ রান করে করে তারা এগিয়ে যায় ২৭৩ রানে। ম্যাচের এখনো দুদিন বাকি।