‘সেই আউট নিয়ে সাকিব নিজেও হতাশ’
চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের সকালটা ছিল শুধু আক্ষেপময়। দিনের দ্বিতীয় বলে সাকিব আল হাসানের আউট নিয়েই ছিল যত আলোচনা-সমালোচনা। সে সময় তিনি আউট না হলে, ম্যাচের চিত্রটা এখন অন্যরকম হতে পারত। আজ চতুর্থ দিন শেষে হয়ত বাংলাদেশেরই প্রাধান্য থাকত।
সাকিবের সেই আউটের প্রসঙ্গ আজ রোববার ম্যাচ শেষে আবার উঠে এসেছে আলোচনায়। দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহেকেও তা নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে এ প্রসঙ্গে বলেন, ‘সে সময় সাকিবের ভালো কিছু করার দরুণ সুযোগ ছিল। কিন্তু সে ব্যর্থ হয়েছে এটা ঠিক। কারণ দিনের দ্বিতীয় বলে এমন শট খেলা উচিত হয়নি তাঁর। তবে আমি নিশ্চিত, আমাদের সবার মতো সাকিব নিজেও হতাশ তাঁর সেই আউট নিয়ে।’
সেদিন বাংলাদেশ ২২১ রান নিয়ে পাঁচ উইকেট হাতে রেখে ব্যাট করতে নেমেছিল। সাকিব দিনের দ্বিতীয় বলে আউট হওয়ায় তাসের ঘরের মতো উড়ে গিয়েছিল স্বাগতিকদের ব্যাটিংলাইন। বাকি পাঁচ উইকেট মাত্র ২৭ রানেই হারিয়ে বসে তারা। প্রথম ইনিংসে এই ব্যর্থতার জন্য সাকিবের দিকেই আঙুল তুলছে সবাই।
অবশ্য সেই আউটটি বাদ দিলে সাকিব এই ম্যাচে যথেষ্টই ভালো খেলেছেন। ব্যাট হাতে প্রথম ইনিংসে ৩১ ও দ্বিতীয় ইনিংসে ২৪ রান করেন তিনি। আর বল হাতে দুই ইনিংসে নিয়েছেন সাত উইকেট।