সিদ্দিকুরকে ভারতে নেওয়া হচ্ছে
রাজধানীর শাহবাগে পুলিশের ‘টিয়ার শেলে’ আহত সরকারি তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র সিদ্দিকুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেওয়া হচ্ছে।
আজ দুপুর ১টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতের উদ্দেশে রওনা হবেন সিদ্দিকুর।
গত বৃহস্পতিবার শাহবাগে রুটিনসহ পরীক্ষার সময়সূচি ঘোষণার দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছিলেন সিদ্দিকুর। সেই সময়কার একটি ভিডিওতে দেখা গেছে, পুলিশের ছোড়া টিয়ার শেলে রাজপথে পড়ে যান সিদ্দিকুর। তাঁর চোখ দিকে রক্ত ঝরছিল।
সহপাঠী ও স্বজনদের ভাষ্য, পুলিশের টিয়ার শেল বিদ্ধ হয় সিদ্দিকুরের চোখে।
আহত অবস্থায় সিদ্দিকুরকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে তাঁকে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি করা হয়। হাসপাতালটিতে এক সপ্তাহ চিকিৎসা শেষে আজ স্বাস্থ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে তাঁকে ভারতে পাঠানো হচ্ছে।
সিদ্দিকুরের সহপাঠী মো. শাহ আলী এনটিভি অনলাইনকে জানান, আত্মীয়-স্বজন ও সহপাঠীরা মিলে বেলা ১১টার দিকে সিদ্দিকুরকে বিমানবন্দরে পৌঁছে দিয়ে গেছেন। সিদ্দিকুরের সঙ্গে রয়েছেন তাঁর বড় ভাই নায়েব আলী ও জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডা. জাহিদুল হাসান।