‘টিউশনির টাকার অর্ধেক রাখতাম, বাকিটা মাকে পাঠাতাম’
আইনজীবী সানাউল্লাহ মিয়া ১৯৭৭ সালে ঢাকায় আসেন। তখন মাত্র নরসিংদী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছেন তিনি। এরপর নিজেই আয়-উপার্জন করতেন। আর টিউশনি করা ছিল তাঁর প্রথম পেশা।
ঢাকায় এসে টিউশনি করে চলতেন সানাউল্লাহ মিয়া। তিনি জানান, ১৯৮৫ সালের আগ পর্যন্ত টিউশনি করে উপার্জন করতেন তিনি। যা আয় করতেন তার অর্ধেকটা নিজের জন্য রাখতেন। বাকিটা পাঠিয়ে দিতেন মায়ের কাছে, বাড়িতে।
এনটিভি অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে সানাউল্লাহ এ কথা জানান। সাক্ষাৎকারটি ‘ওয়ান-ইলেভেনের সময়ও এতটা হয়নি’ শিরোনামে প্রকাশিত হয়েছে।
সানাউল্লাহ মিয়া বলেন, ঢাকায় আমি নবাবপুরে যে আত্মীয়ের বাসায় থাকতাম, তাঁরা আমার খাওয়ার টাকা নিত না।
সানাউল্লাহ মিয়া আরো বলেন, এরশাদবিরোধী আন্দোলনের সময় গুলিস্তানে মিছিল মিটিং করতাম। তখন পুলিশ বাসায় ডিস্টার্ব করত। পরে ফকিরাপুলের এই চেম্বার (বর্তমান প্রতিষ্ঠান) ভাড়া করলাম, এখানেই রাতে ঘুমাতাম।’
সানাউল্লাহ মিয়া বলেন, ১৯৮৩ সালে বড় ভাইয়ের মাধ্যমে পারিবারিকভাবে আমার বিয়ে হয়। আমার স্ত্রীর বাড়ি মানিকগঞ্জে, তিনি একটি বিউটি পার্লার চালাতেন। বিয়েতে তেমন কেউ উপস্থিত ছিলেন না।
সানাউল্লাহ মিয়া ১৯৮৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে মার্স্টাসে ভর্তি হন। একই সময়ে তিনি ঢাকা সিটি ল’ কলেজে ভর্তি হন। পরে ১৯৮৫ সালে মাস্টার্স এবং এলএলবি পাস করেন।
সানাউল্লাহ মিয়া বর্তমানে বিএনপির আইনবিষয়ক সম্পাদক। দলটির চেয়ারপারসন খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ শীর্ষস্থানীয় নেতাকর্মীদের মামলা পরিচালনা করেন তিনি।