বঙ্গভবনে ডাক পেলেন নারায়ণ চন্দ্র চন্দ
বঙ্গভবনে ডাক পেয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আগামীকাল মঙ্গলবার তাঁকে বঙ্গভবনে যেতে বলা হয়েছে বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন প্রতিমন্ত্রী।
আজ সোমবার বিকেলে নারায়ণ চন্দ্র চন্দ বলেন, ‘আমাকে আগামীকাল সন্ধ্যায় বঙ্গভবনে যাওয়ার জন্য বলা হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে।’
তবে কেন বা কী কারণে যেতে হবে সে সম্পর্কে অবগত নন বলে জানান এই প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘তবে যাই হোক আমার জন্য দোয়া করবেন। আপনাদের মাধ্যমে আমি দেশবাসীর কাছে দোয়া চাই। আমি আমার দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করেছি।’
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মুহাম্মদ ছায়েদুল হক মারা যাওয়ার পর বর্তমানে তাঁর পদটি শূন্য রয়েছে। জানা গেছে, এই মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসেবেই কাল নিয়োগ দেওয়া হবে নারায়ণ চন্দ্র চন্দকে।
এ বিষয়ে প্রতিমন্ত্রীকে আগাম অভিনন্দন দিলে জবাবে এনটিভি অনলাইনকে তিনি বলেন, ‘আমার জন্য দোয়া করবেন।’