আবারও আইএসের হুমকি রাশিয়া বিশ্বকাপের দিকে!
সারা বিশ্বে জঙ্গি হামলা করেও ক্ষান্ত হয়নি ইসলামিক স্টেটস (আইএস)। এবার তাদের নজর জুনে শুরু হতে যাওয়া ফুটবলের সবচেয়ে বড় আসর রাশিয়া বিশ্বকাপের দিকে। সে লক্ষ্যে ভক্ত ও সমর্থকদের মনে ভীতির সঞ্চার করার জন্য একের পর এক পোস্টার প্রকাশ করে যাচ্ছে তারা। বিশ্বকাপ শুরু হতে মাত্র পাঁচ সপ্তাহ বাকি। এর মধ্যে নতুন পোস্টার প্রকাশ করেছে জঙ্গি সংগঠনটি। তাতে দেখা যাচ্ছে বিশ্বকাপের ট্রফির ওপর ছুঁরি চালিয়ে কাপটিকে দ্বিখণ্ডিত করা হচ্ছে। সেখানে ফ্রান্সের ভাষায় ক্যাপশন লেখা ছিল, ‘তাদের সবাইকে হত্যা করা হবে।’
এটাই প্রথম নয়। এর আগে রাশিয়া বিশ্বকাপ পণ্ডেরও হুমকি দিয়ে রেখেছে আইএস। স্টেডিয়াম উড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। ওয়াশিংটনভিত্তিক জঙ্গি পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স গ্রুপ এ তথ্য নিশ্চিত করেছে। আইএসের মুখপত্র ওয়াফা মিডিয়া ফাউন্ডেশন পোস্টারসহ কয়েকটি ছবি প্রকাশ করেছে। শুধু কি তাই? মেসির রক্তমাখা ছবি প্রকাশ করা হয়েছে। আর্জেন্টিনা জায়ান্টের রক্তমাখা ছবির ক্যাপশনে বলা হয়েছে, ‘আমরা একটি জাতি হিসেবে লড়াই করছি। ব্যর্থতা যাদের অভিধানে নেই।’
এরপর নেইমার জুনিয়র ও ক্রিস্টিয়ানো রোনালদোর ছবি ব্যবহার করে আবারও হুমকি দিয়েছে সংগঠনটি। সাইট ইন্টারন্যাশনাল গ্রুপের প্রকাশিত ওই পোস্টারে দেখা গেছে, এক আইএস সদস্য নেইমারের গলায় ছুরি ধরে আছে। আর মাটিতে লুটিয়ে পড়ে আছেন মেসি।
আইএসের সেই পোস্টারে লেখা ছিল, ‘মুসলিম দেশগুলোতে আমরা নিরাপত্তা উপভোগ করতে না পারলে, তোমরাও তা পাবে না।’
রোনালদোকে নিয়ে পোস্টারে দেখা গেছে রিয়াল তারকার চোখের নিচে আঘাতের চিহ্ন, আর তাঁর পেছনে দাঁড়িয়ে আছেন এক অস্ত্রধারী জঙ্গি। পোস্টারে লেখা, ‘অপেক্ষায় থাকো, আমরাও অপেক্ষায় আছি। আর আমরা যা বলি সেটা শোনা যায় না দেখতে হয়।’
আইএসের এমন সব হুমকিতে রাশিয়া আপাতদৃষ্টিতে খুব একটা গুরুত্ব না দিলেও, সারা বিশ্বে এই সংগঠনটির কার্যকলাপের ওপর ভিত্তি করে এসব হুমকিকে অবজ্ঞা করারও উপায় নেই।