পহেলা মে হ্যাপির ‘হ্যাপি হোমস’
আগামী পহেলা মে শ্রমিক দিবসে যাত্রা শুরু করতে যাচ্ছে নায়িকা হ্যাপির ‘হ্যাপি হোমস’। অসহায় বৃদ্ধাদের জন্য একটি আশ্রয়স্থল চালু করছেন তিনি। নাম দিয়েছেন ‘হ্যাপি হোমস’। তিনি বলেন, ‘আমার সাধ্যের মধ্যে যতটুকু আছে তা দিয়েই খুব ছোট পরিসরে ২০ জনকে দিয়ে শুরু করছি। আল্লাহর কাছে চাই, একদিন যেন আমি ২০ হাজার বৃদ্ধাকে আশ্রয় দিতে পারি।’
এখন থেকে নিজের উপার্জনের সব টাকা এখানে খরচ করতে চান সম্প্রতি এক মামলার ঘটনায় আলোচিত এই তারকা। “এখন থেকে মিডিয়া বা সিনেমাতে কাজ করে যা টাকা আয় করব, তার পুরোটা আমি ‘হ্যাপি হোমস’-এ ব্যয় করব। আর এখন ২০ জনকে নিয়ে এই পথচলা শুরু। বাসা ভাড়া, তাদের খাওয়া, ওষুধ খরচ বাবদ মাসিক ৫০ হাজার টাকার মতো খরচ হবে, যা আমি একাই চালাতে পারব। সবাই আমার জন্য দোয়া করবেন। এখন থেকে আমার পারিশ্রমিকের টাকাটা শুধুমাত্র অবহেলিত বৃদ্ধাদের জন্য খরচ করতে চাই।’
সব টাকা বৃদ্ধাশ্রমে দিলে আপনি চলবেন কীভাবে, এমন প্রশ্নের জবাবে হ্যাপি হেসে ফেলেন। ‘আমার পারিবারিক যে অবস্থা তাতে আমাকে ফ্যামিলিতে টাকা দিতে হয় না। আমার হাত খরচের টাকাও চাইলে পরিবার থেকে নিতে পারি। তা ছাড়া আমি আমার পরিবারের সঙ্গে কথা বলেছি, আর সবাই আমাকে এ কাজে তাদের সমর্থন জানিয়েছে। সবার সহযোগিতা পেলে এটাকে অনেক বড় করার ইচ্ছা আছে আমার।’
হঠাৎ করে এই ধরনের পদক্ষেপ কেন, এমন প্রশ্নের জবাবে হ্যাপি বলেন, ‘ছোটবেলা থেকে যখন রাস্তায় অসহায় মানুষ দেখতাম, তখন খুব খারাপ লাগত। মন খারাপ হয়ে যেত, কিন্তু আমি তো কিছুই করতে পারতাম না। কারণ আমিও তখন ছোট ছিলাম, তাদের জন্য কিছু করতে পারিনি। এখন আমি নিজে অর্থ উপার্জন করছি, তাই সাহস করে শুরু করছি। আমি মিডিয়ায় যত টাকা আয় করব, তার সব টাকাই এই বৃদ্ধাশ্রমের পেছনে খরচ করব।’
এদিকে কাশেম মণ্ডলের পরিচালনায় ‘নীল দৃষ্টি’ ছবিতে অভিনয় করতে যাচ্ছেন হ্যাপি। আগামী ২৮ এপ্রিল থেকে গাজীপুরের হোতাপাড়ায় শুরু হবে ছবিটির শুটিং। নারীপ্রধান এই ছবিতে হ্যাপির সহশিল্পী থাকছেন নবাগত সালেম রাতুল ও সাফায়েত খান। এর আগে ‘কিছু আশা কিছু ভালোবাসা’ ছবি ছাড়াও বদরুল আমিন পরিচালিত ‘রিয়েল ম্যান’ ছবির কাজ শেষ করেছেন হ্যাপি। ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে।