আমার ভোটেরই ক্ষতি করছে: আনিসুল হক
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার কারণে তাঁর নির্বাচনের ক্ষতি হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী আনিসুল হক। আজ বৃহস্পতিবার রাজধানীর বনানী বাজারে একটি পথসভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
urgentPhoto
আনিসুল হক বলেন, ‘এ খারাপ কাজটি আমরা সমর্থন করি না এবং প্রকারান্তরে আমি মনে করি এটি যেভাবে প্রচার হচ্ছে, তাতে প্রকারান্তরে এটি আমার ভোটেরই ক্ষতি করছে। আমি স্পষ্টভাবে বলতে চাই, যে-ই এটা করছেন, যারা এর পেছনে মদদ দিচ্ছেন, আমি হাত জোড় করে তাদের কাছে বলব, এটা করবেন না দয়া করে।’
সেনা মোতায়েনের ক্ষেত্রে কোনো দাবি নেই মন্তব্য করে আনিসুল হক জানান, কোনো ভোটকেন্দ্রকেই তিনি ঝুঁকিপূর্ণ মনে করেন না। তিনি বলেন, ‘আমি মনে করি, ভালো নির্বাচন হওয়ার জন্য সেনাবাহিনীকে যেভাবে কাজে লাগানো যায়, সেভাবেই লাগানো উচিত।’
আজ উত্তরা বিমানবন্দর এলাকা থেকে দিনের নির্বাচনী প্রচার শুরু করেন আনিসুল হক। এ ছাড়া গুলশান ও বনানী এলাকায় কয়েকটি পথসভা করেন আওয়ামী লীগ সমর্থিত এই মেয়র পদপ্রার্থী।