র্যাব-পুলিশ দিয়ে নির্বাচন করানো হবে : মওদুদ আহমদ
সরকার নির্বাচন কমিশন নয় র্যাব-পুলিশ দিয়ে নির্বাচন করাবে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। আজ শুক্রবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থী মির্জা আব্বাসের পক্ষে গণসংযোগকালে তিনি এই অভিযোগ করেন।
urgentPhoto
মওদুদ আহমদ আজ সকালে রাজধানীর তোপখানা সড়ক এলাকায় গণসংযোগ করে মির্জা আব্বাসের পক্ষে ভোট চান এবং মগ মার্কায় ভোট দিয়ে তাঁকে জয়ী করার আহ্বান জানান।
এ সময় মওদুদ আহমদ সাংবাদিকদের বলেন, ‘নির্বাচন কমিশনের নিরপেক্ষতার ওপরই নির্বাচনের পরিবেশ নির্ভর করে। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীকে টহল দেওয়ার জন্য যে আমন্ত্রণ বা যে পত্র দেওয়া হয়েছিল, এমনকি সে টহলটাও তুলে নিল। এটাতে ইঙ্গি বহন করে এই নির্বাচনটি পুলিশ ও র্যাবই করবে।’