খোকনকে সমর্থন দিয়ে সরে গেলেন জাসদের শহীদ
নির্বাচনী ইশতেহার ঘোষণার দিন বলেছিলেন, আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোটের শরিক হলেও তাঁর দল জাসদ ‘আলাদাভাবে’ স্থানীয় নির্বাচন করে। তবে ভোটগ্রহণের ঠিক পাঁচদিন আগে আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী সাঈদ খোকনকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে গেলেন ঢাকা দক্ষিণে জাসদ (ইনু) সমর্থিত মেয়র পদপ্রার্থী মো. শহীদুল ইসলাম। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন।
শহীদুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘এটা রাজনৈতিক কারণ। দলের সিদ্ধান্তে নির্বাচনে দাঁড়িয়েছিলাম। আবার দলের সিদ্ধান্তে সাঈদ খোকনকে সমর্থন দিলাম।’
শহীদুল ইসলাম আরো বলেন, মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার বিষয়টি যেমন গুরুত্বপূর্ণ, পাশাপাশি সন্ত্রাসের গডফাদার এবং নৈরাজ্য-নাশকতা সৃষ্টিকারীদের কেউ যেন কোনোভাবেই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচিত হতে না পারেন সেটাও জনগণের স্বার্থে বিশেষভাবে লক্ষ রাখতে হবে।
জাসদ সমর্থিত মেয়র পদপ্রার্থী শহীদুল আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বাস মার্কা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। গত ১৫ এপ্রিল জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে তিনি নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।
ওই দিন ১৪ দলে থাকা সত্ত্বেও জাসদ কেন আলাদাভাবে ঢাকায় প্রার্থী দিয়েছে—সাংবাদিকের এমন প্রশ্নে শহীদুল ইসলাম বলেছিলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনে সরকার বদল হয় না। নীতিরও পরিবর্তন হয় না। তাই আমরা এই নির্বাচন আলাদাভাবে করি।’
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, কৃষিবিষয়ক সম্পাদক ড. আবদুর রাজ্জাক এমপি, নজরুল ইসলাম বাবু এমপি এবং ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হোসেন রিপন উপস্থিত ছিলেন।
এ ছাড়া সংবাদ সম্মেলনে জাসদ ঢাকা মহানগর সমন্বয় কমিটির সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মীর হোসাইন আখতার, জাসদ স্থায়ী কমিটির সদস্য শিরীন আখতার, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ খালেদ, অ্যাডভোকেট হাবিবুর রহমান শওকত প্রমুখ উপস্থিত ছিলেন।