৯৯ শতাংশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ : হান্নান শাহ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার (অব.) আ স ম হান্নান শাহ দাবি করেছেন, ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ৯৯ শতাংশ ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নির্বাচনের আগেই মাঠে সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন হান্নান শাহ।
urgentPhoto
আজ শুক্রবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থী মির্জা আব্বাসের শাহজাহানপুরের বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান হান্নান শাহ।
হান্নান শাহ বলেন, ‘প্রশাসন, পোলিং কর্মকর্তা, রিটার্নিং কর্মকর্তা তাঁদের ব্রিফিং দিচ্ছেন, কী করতে হবে, আর কী না করতে হবে। আমরা আশঙ্কা করছি, দু-একটা খবরও পেয়েছি তাদেরকে সরকারের মনোবাঞ্ছা, সরকারের যে ইচ্ছা, যে অভিলাষ সেটা পূরণ করার জন্য বিভিন্ন রকম নির্দেশনা দেওয়া হচ্ছে। এগুলো সুষ্ঠু নির্বাচন করার জন্য মোটেও সহায়ক হবে না।’
একই দিন অন্য একটি অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক সেনাপ্রধান মাহবুবুর রহমান বলেন, সুষ্ঠু-নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে বর্তমান পরিস্থিতিতে আগে থেকেই সেনাবাহিনী মোতায়েনের বিকল্প নেই। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আটক বিএনপির নেতাকর্মীদের মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।
মাহবুবুর রহমান বলেন, ‘নির্বাচন কমিশনকেই দায়ী করা হবে। সকল কিছুর জন্য দায়ী থাকবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনকে অবাধ ও শক্তিশালী দেখতে চাই। জনগণ যাকে চায় তাকেই যেন ভোট দিতে পারে সে নিরাপত্তা চাই।’ তিনি মির্জা ফখরুলসহ আটক অন্য নেতাকর্মীদের মুক্তি দাবি করেন।