নির্বাচন কমিশন অথর্ব : এমাজউদ্দীন
নির্বাচন কমিশনকে আজ্ঞাবহ ও অথর্ব আখ্যায়িত করে সংস্থাটিকে ঢেলে সাজানোর কথা বলেছেন আদর্শ ঢাকা আন্দোলনের আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদ। আজ শুক্রবার বিকেলে রাজধানীর নাখালপাড়ায় বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থীর পক্ষে গণসংযোগ করার সময় এ কথা বলেন তিনি।
অধ্যাপক এমাজউদ্দীন আহমদ বলেন, ‘এই কমিশনের অধীনে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব না। নির্বাচন কমিশন, তার কোনো ক্ষমতাও নেই। নির্ভরশীল, অথর্ব এই সংস্থাকে ঢেলে সাজাতে হবে। নতুনভাবে তৈরি করতে হবে। যাতে তারা নিরপেক্ষভাবে, তাদের কাজগুলো সঠিকভাবে করতে পারে। এই রকম নির্বাচন কমিশন বাংলাদেশে চলে না, ঢাকাতে চলে না।’
সাংবাদিকদের সাথে আলাপকালে নির্বাচনের আগে বিএনপির নেতাকর্মীদের আটকের তীব্র নিন্দাও জানান তিনি।