সিরিজ জিততে চাই ২০০
অভিষেক ম্যাচে পাঁচ উইকেট নিয়ে ওয়ানডে ক্যারিয়ারের শুরুটা দারুণভাবে করেছিলেন মুস্তাফিজুর রহমান। রোববার সিরিজের দ্বিতীয় ম্যাচেও চলছে মুস্তাফিজ ঝড়। প্রথম ম্যাচের মতো এবারও নিয়েছিলেন পাঁচ উইকেট। নাম লিখিয়েছিলেন ইতিহাসের পাতায়। তারপর বৃষ্টি যেন লাগাম পরাতে চেয়েছিল মুস্তাফিজের বলে। দুই ঘণ্টার বৃষ্টি ম্যাচের দৈর্ঘ্যও কমিয়ে দিয়েছিল তিন ওভার। কিন্তু খেলা শুরুর পরে আবার সেই বিধ্বংসী রূপেই ফিরেছেন ১৯ বছর বয়সী তরুণ পেসার। বোল্ড করেছেন রবীন্দ্র জাদেজাকে। পরের ওভারে ভুবনেশ্বর কুমারের উইকেট তুলে নিয়ে ভারতকে ২০০ রানে গুটিয়ে দিয়েছেন রুবেল হোসেন। ডাকওয়ার্থ/লুইস পদ্ধতিতে জয়ের জন্য বাংলাদেশকেও করতে হবে ২০০ রান।
ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয় ম্যাচে মুস্তাফিজের বোলিং ফিগার দাঁড়িয়েছে: ১০-০-৪৩-৬। এর মধ্যে পাঁচ ওভারের দ্বিতীয় স্পেলে বাঁ-হাতি এই পেসার দিয়েছেন মাত্র ১২ রান। নিয়েছেন পাঁচটি উইকেট। ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে তৃতীয় বোলার হিসেবে এক ম্যাচে ছয় উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন মুস্তাফিজ। এটি বাংলাদেশের পক্ষে তৃতীয় সেরা বোলিং ফিগার।
অভিষেক ম্যাচে পাঁচ উইকেট নিয়ে ভারতের বিপক্ষে জয়ের নায়ক মুস্তাফিজ জ্বলে উঠেছিলেন দ্বিতীয় ওয়ানডের শুরুতেই। ইনিংস ও নিজের দ্বিতীয় বলে রোহিত শর্মাকে সাব্বির রহমানের দারুণ ক্যাচ বানিয়ে শুরুতেই বাংলাদেশকে সাফল্য এনে দিয়েছেন এই বাঁ-হাতি পেসার। টস জিতে ব্যাট করতে নেমে শূন্য রানে রোহিতকে হারানোর পর ভারতকে বিপদ থেকে উদ্ধারের চেষ্টা করছিলেন অন্য ওপেনার শিখর ধাওয়ান ও বিরাট কোহলি। দ্বিতীয় উইকেটে তাঁরা গড়েছিলেন ৭৪ রানের জুটি। কিন্তু ত্রয়োদশ ওভারে কোহলিকে (২৩) লেগব্রেকে বিভ্রান্ত করে এলবিডব্লিউ করেন নাসির হোসেন। ২১তম ওভারে ৫৩ রান করা শিখর ধাওয়ানকেও আউট করেছেন নাসির। পরের ওভারে অজিঙ্কা রাহানের বদলে দলে সুযোগ পাওয়া আম্বাতি রাইডুকে শূন্য রানে ফেরত পাঠিয়েছেন রুবেল হোসেন।
পঞ্চম উইকেটে ৫৩ রানের জুটি গড়ে কিছুটা প্রতিরোধের চেষ্টা করেছিলেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও সুরেশ রায়না। কিন্তু দ্বিতীয় স্পেলে বল করতে এসে ভারতকে দিশেহারা করে দেন মুস্তাফিজুর। এবার নিজের শিকার বানান রায়না, ধোনি, অক্ষর প্যাটেল ও রবিচন্দ্রন অশ্বিনকে।
৪৩.৫ ওভারের পর মিরপুরে আসে বৃষ্টির বাধা। প্রায় দুই ঘন্টার বৃষ্টি খেলার দৈর্ঘ্য কমিয়ে দেয় ৩ ওভার। কিন্তু কোনো কিছুই থামাতে পারেনি মুস্তাফিজকে। বৃষ্টির পর খেলা শুরুর পর প্রথম বলেই বোল্ড করেন রবীন্দ্র জাদেজাকে। পরের ওভারে রুবেল ভারতের শেষ উইকেটটি তুলে নিলে ৪৭ ওভারের ম্যাচে ভারত ২০০ রানে গুটিয়ে যায় ৪৫ ওভারের মধ্যে।
ঘরের মাঠে টানা নয় ম্যাচ জয়ের আত্মবিশ্বাস নিয়ে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে নেমেছে বাংলাদেশ। গত অক্টোবর-নভেম্বরে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার পর এপ্রিলে পাকিস্তানের বিপক্ষেও তিনটি ওয়ানডেতে জয় পেয়েছিলেন সাকিব-মাশরাফিরা। তার সঙ্গে যোগ হয়েছে গত বৃহস্পতিবারের ৭৯ রানের জয়।
বাংলাদেশ মাঠে নেমেছে প্রথম ম্যাচের দল অপরিবর্তিত রেখে। তিনটি পরিবর্তন আছে ভারতীয় দলে। বাদ পড়েছেন অজিঙ্কা রাহানে, উমেশ যাদব ও মোহিত শর্মা। দলে এসেছেন আম্বাতি রাইডু, অক্ষর প্যাটেল ও ধাওয়াল কুলকার্নি।
বাংলাদেশ : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন ও তাসকিন আহমেদ।
ভারত : মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, আম্বাতি রাইডু, সুরেশ রায়না, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, অক্ষর প্যাটেল ও ধাওয়াল কুলকার্নি।