একদিনে ১৪০০ ভুয়া ডিগ্রির শিক্ষকের ইস্তফা!
যায় যাক রুটি-রুজি, গারদে না ঢুকলেই হলো! তাই পুলিশি হাতকড়া হাতে ওঠার আগেই সত্য প্রকাশ করে একযোগে ইস্তফা দিলেন ভুয়া ডিগ্রিধারী এক হাজার ৪০০ জন প্রাথমিক শিক্ষক। চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে ভারতের বিহার রাজ্যে।
বিহারের প্রাথমিক বিদ্যালয়গুলোতে যে শিক্ষকদের ডিগ্রি ভুয়া, তাদের ‘ভালোয় ভালোয়’ চাকরি থেকে ইস্তফা দেওয়ার নির্দেশ দিয়েছিল বিহারের পাটনা হাইকোর্ট। কয়েক দিন আগে পাটনার হাইকোর্ট এ নির্দেশ জারি করেন। এতে বলা হয়, ভুয়া ডিগ্রিধারী শিক্ষকদের বিরুদ্ধে তদন্তে নামবে সরকার। আর সেই তদন্তে ভুয়া ডিগ্রি ধরা পড়লেই আইন অনুযায়ী কড়া ব্যবস্থা নেওয়া হবে।
সম্প্রতি বিহারের রাজধানী পাটনার হাইকোর্ট এক জনস্বার্থ মামলার রায় দিতে গিয়ে এ নির্দেশ জারি করেন। হাইকোর্টের প্রধান বিচারপতি এল নরসিমা রেড্ডি এবং সুধীর সিংয়ের ডিভিশন বেঞ্চ বিহারের ভুয়া ডিগ্রিধারী প্রাথমিক স্কুলের শিক্ষকদের ইস্তফা দেওয়ার নির্দেশ দেয়। ইস্তাফা দেওয়ার শেষ দিন ধার্য করা হয় আগামী ৮ জুলাই।
আদালতের নির্দেশ জারি হওয়ার পরই বৃহস্পতিবার বিহারের বিভিন্ন স্কুল থেকে এক হাজার ৪০০ প্রাথমিক শিক্ষক চাকরি থেকে ইস্তফা দেন। এ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ভারতে। বলা হচ্ছে, একদিনে যদি এক হাজার ৪০০ জন ইস্তফা দেন, তাহলে আগামীতে না জানি আরো কতজন ইস্তফা দেবেন!
বিহারের শিক্ষা দপ্তরের প্রধান সচিব আর কে মহাজন বলেন, ‘৮ জুলাইয়ের মধ্যে আরো ভুয়া ডিগ্রিধারী শিক্ষকের ইস্তফা জমা পড়বে বলে আশা করছি।’