‘রইস’-এ নেই পরিচিত শাহরুখ
‘বানিয়ে কি দিমাগ অউর মিয়াঁভাই কে ডেরিং!’- এমনই ডায়ালগ দিয়ে চমক দিলেন শাহরুখ খান। ‘ওম শান্তি ওম’, ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবিতে নাটুকে শাহরুখকে দেখতে দেখতে যাঁরা ক্লান্ত হয়ে গিয়েছিলেন, তাঁদের চমকাবারই কথা। নতুন এই ছবিতে নায়ক নন, খলনায়ক চরিত্রে আবির্ভূত হচ্ছেন বলিউডের সফলতম অভিনেতা শাহরুখ খান। ছবির প্রথম অফিশিয়াল টিজার তিনি রিলিজ করেছেন নিজের ফেসবুক পেজ থেকে।
এক দরিদ্র কিশোর থেকে দুর্ধর্ষ গ্যাংস্টার, সেখান থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা শাহরুখের ক্রুর সংলাপ শোনা যায় এই টিজারে। কোনো কাজই ছোট নয়, আর কোনো ধর্মই নিজের কাজের চেয়ে বড় নয়, এমনই স্বগোতক্তি দিয়ে এই টিজারের শুরু।
ছবি মুক্তি পাবে আগামী বছর, অর্থাৎ ২০১৬ সালের ঈদে। তার এত আগেই এমন জমজমাট টিজার মুক্তি দিয়ে আগ্রহের ব্যারোমিটার তুঙ্গে নিতে পেরেছেন বটে শাহরুখ! ইউটউব থেকে শুরু করে সবখানেই বেশ আলোচনা হচ্ছে ‘রইস’ নিয়ে। ‘রইস’ ছবিতে ‘রইস’ শাহরুখের মাধ্যমে ‘ডর’, ‘বাজিগর’-এর সেই পুরোনো অ্যান্টি-হিরো শাহরুখ আবারও ফিরে আসবেন, এমন আশা করছেন অনেকেই।
শাহরুখের বিপরীতে এই ছবিতে অভিনয় করেছেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে বলিউডের এ সময়কার ডাকসাইটে অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীকে। রেডচিলিস এন্টারটেইনমেন্টএবং এক্সেল এন্টারটেইনমেন্ট নির্মিত এই ছবি পরিচালনা করছেন রাহুল ঢোলাকিয়া।