চলনবিলের মাঝি আরজু হত্যার রহস্য উন্মোচন, গ্রেপ্তার ১
নাটোরের চলনবিলে ভ্রমণের নামে নৌকা ভাড়া নিয়ে মাঝি আরজু হত্যার ঘটনায় বাইজিদ বোস্তামী নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে নিজ কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলার পুলিশ সুপার (এসপি) লিটন কুমার সাহা।
গ্রেপ্তারকৃত বাইজিদ বোস্তামী (১৮) গুরুদাসপুর উপজেলার বিলহরিবাড়ি গ্রামের বাসিন্দা।
লিটন কুমার সাহা বলেন, গত সাত-আট মাস আগে নারীঘটিত এক বিরোধের প্রতিশোধ নিতে গত ২৬ আগস্ট বাইজিদ বোস্তামীকে দিয়ে আরজুর নৌকা ভাড়া করায় হত্যাকারীরা। অন্য একটি এলাকা থেকে আরও দুইজনকে নৌকায় তুলে নেয়। এরপর চলনবিলের জোলা এলাকায় গিয়ে মাঝি আরজুর হাত পা বেঁধে মাথায় কুপিয়ে জখম করে তারা। পরে বাঁধন খুলে দিয়ে আহত মাঝি আরজুকে জীবন্ত অবস্থায় বিলের পানিতে ফেলে দেয়। মৃত্যু নিশ্চিত করে হত্যাকারীরা চলে যায়।
পরে ২৮ আগস্ট বিল থেকে আরজুর ভাসমান লাশ উদ্ধারের পর অভিযানে নামে পুলিশ।
অভিযুক্ত প্রধান দুই আসামিদের ধরতে তৎপরতা চলছে বলে জানান এসপি।