এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেসের সিইও ও তাঁর স্ত্রী কারাগারে
ই-কমার্সের নামে এমএলএম ব্যবসা পরিচালনাকারী ‘এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেসে’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আল আমিন প্রধান ও তার স্ত্রী শারমীন আক্তারকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীম এই আদেশ দেন। আদালতের সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা আজ আসামিদের হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক কারাগারে পাঠানোর এই নির্দেশ দেন।
এর আগে গত রোববার সন্ধ্যায় আল আমিন প্রধানকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে সিআইডির মিডিয়া সেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজাদ রহমান বলেন, প্রতারণা, অর্থ আত্মসাৎ ও জালিয়াতির অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। তারা অবৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
সিআইডি আরও জানায়, এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেসের বিরুদ্ধে অভিযোগ, দীর্ঘদিন ধরে গ্রাহকের জমানো টাকা দিচ্ছে না প্রতিষ্ঠানটি। তারা ডিজিটালি এমএলএম ব্যবসা করছে বলেও অভিযোগ রয়েছে।