মন্ত্রী-এমপিদের বিব্রত না হওয়ার আহ্বান
আসন্ন পৌরসভা নির্বাচনে আচরণবিধি ভঙ্গ করে নিজেদের বিব্রত না হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ। আজ সোমবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে নিজ কার্যালয়ে তিনি এ আহ্বান জানান।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শাহনেওয়াজ বলেন, ‘মন্ত্রী-এমপিরা বিজ্ঞ লোক, তাঁরাই আইন প্রণয়ন করেন। কাজেই আশা করি, তাঁরা এ নির্বাচনে নিয়মের কোনো ব্যত্যয় করবেন না। তাই সবাইকে অনুরোধ করব আপনারা কেউ আচরণবিধি ভঙ্গ করলে বিব্রত হবেন, আমাদেরও ব্যবস্থা নেওয়া ছাড়া উপায় থাকবে না।’ তিনি বলেন, আচরণবিধি ভঙ্গকারী যেই হোক না কেন কাউকেই ছাড় দেওয়া হবে না।
তবে কমিশনার বলেন, ‘আমাদের কাছে এখনো এমপি-মন্ত্রীরা আচরণবিধি ভঙ্গ করেছেন এমন কোনো অভিযোগ আসেনি।’
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে শাহনেওয়াজ বলেন, ‘কাউকে প্রার্থী হতে বাধা দেওয়া হয়েছে এমন কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি। অভিযোগ পেলে তা খতিয়ে দেখব এবং তার সত্যতা পেলে অবশ্যই সে অনুযায়ী ব্যবস্থা নেব।’
বিএনপির একজন প্রার্থীকে অস্ত্র ঠেকিয়ে মনোনয়ন প্রত্যাহারে বাধ্য করা হয়েছে, সে পরিপ্রেক্ষিতে কমিশন কী ব্যবস্থা নিচ্ছে -সাংবাদিকরা জানতে চাইলে নির্বাচন কমিশনার বলেন, ‘আমরা এখনো এ রকম কোনো অভিযোগ পাইনি। আপনারা হয় তো পেয়েছেন। গণমাধ্যম থেকে সংগ্রহ করে যাচাই করার জন্য পর্যবেক্ষণ টিম করেছি। অভিযোগ পেলে তদন্ত করে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
আগামী ৩০ ডিসেম্বর সারা দেশে একযোগে ২৩৪টি পৌরসভায় মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে নির্বাচন হবে। তবে এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের মনোনীত সাতজন মেয়র নির্বাচিত হয়েছেন। ফলে মেয়র পদে ২২৭টি পৌরসভায় নির্বাচন হতে যাচ্ছে।