আপনার জিজ্ঞাসা
অল্প জিনিসে তুষ্ট থাকার উপায় কী?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৮৮২তম পর্বে ই-মেইলের মাধ্যমে ঢাকা থেকে সোহান জানতে চেয়েছেন, অল্প জিনিসে তুষ্ট থাকার উপায় কি? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : অল্প জিনিসে তুষ্ট থাকার উপায় কি?
উত্তর : ধন্যবাদ, খুবই সুন্দর একটি প্রশ্ন করেছেন আপনি। অল্প জিনিসে তুষ্ট থাকার ব্যাপারটি হচ্ছে সত্যিকারভাবে একজন মানুষের আল্লাহর বরাদ্দকে মেনে নেওয়া। আল্লাহ মানুষের জন্য যতটুকু বরাদ্ধ রেখেছেন, সেটুকু হাসিমুখে মেনে নেওয়াই হলো তুষ্ট থাকা। এই তুষ্ট থাকার জন্য সবার আগে উচিত আপনার ঈমান শক্তিশালী করা। আপনি ঈমান যতবেশি শক্তিশালী করবেন দেখবেন আপনি ততবেশি আল্লাহর বরাদ্দে সন্তুষ্ট। কোনো ব্যক্তি অন্তরে যখন নিজেকে অভাবহীন মনে করবেন তখন সেই ব্যক্তির কাছে দুনিয়ার জৌলুশ বেশি গুরুত্ব পাবে না। তাই আল্লাহর ফায়সালাকে সম্পূর্ণরূপে মেনে নিতে হবে। সবসময় নিচের দিকে তাকাবেন। মানে আপনার নিচের দিকে, যারা অভাবে আছে, সংকটে আছে, বিপদে আছে, তাদের দিকে দেখবেন, অল্পতে তুষ্ট থাকার বিষয়টি আপনার মধ্যে চলে আসবে। এটি সবসময় করবেন। অভাবীদের দেখবেন সবসময়। এ ছাড়া এতিমদের দিকে দেখবেন। এতিমের প্রতি সহনশীল হবেন। তখন দেখবেন আপনার অন্তর নরম হয়ে যাবে। তখন অল্পতে তুষ্টির ব্যাপারটি আসবে।