আপনার জিজ্ঞাসা
ইতিকাফকারী জানাজার সালাতে অংশ নিতে পারবে কি?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৮৪১তম পর্বে ই-মেইলের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন জানতে চেয়েছেন, ইতিকাফকারী জানাজার সালাতে অংশ নিতে পারবে কি? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : ইতিকাফকারী জানাজার সালাতে অংশ নিতে পারবে কি?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। না, ইতিকাফকারী জানাজার নামাজে অংশ নিতে পারবে না। মসজিদ কাছে হলেও পারবে না। এই মর্মে রেওয়াজও আছে। সেটা যদি তাঁর জন্য সুন্নাহ হয়, তাহলে তিনি করতে পারবেন না। আর, যদি তিনি অভিভাবক হন যে, তাঁকে জানাজার সালাতে অংশ নিতেই হবে, তাহলে সে ক্ষেত্রে তিনি অংশ নিতে পারবেন। তবে, এ নিয়ে অনেক আলেমের দ্বিমত রয়েছে। তবে, সুন্নাহ হলে দরকার নেই।