আপনার জিজ্ঞাসা
ওমরাহ’র জন্য নিষিদ্ধ মাস বা সময় আছে কি?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৮২৭তম পর্বে ই-মেইলের মাধ্যমে ঢাকা থেকে একজন জানতে চেয়েছেন, ওমরাহ’র জন্য নিষিদ্ধ মাস বা সময় আছে কি? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : আমি ঈদের পর ওমরাহ পালনের নিয়ত করেছি। কিন্তু, একজন বললেন, রমজানের পর ওমরাহ করা যায় না। রমজান মাসের পর না-কি তিন মাস অপেক্ষা করতে হয়। আমার প্রশ্ন হলো, ওমরাহর জন্য নিষিদ্ধ মাস বা সময় আছে কি?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। সাওয়াল মাসে ওমরাহ হতে পারে। কিন্তু, জিলকদ মাসে ওমরাহ’র ভিসা দেয় না। কারণ তখন হাজিরাও চেষ্টা করেন। হাজিদের সুবিধার জন্য তখন ওমরাহ’র ভিসা দেয় না। আপনি যদি অন্য দেশ থেকে যান, তাহলে ভিসা পাবেন না, এটাই স্বাভাবিক। কারণ, আপনাকে তো তারা ভিসা দেবে না। কিন্তু, আপনি যদি ওখান থেকেই যান, তাহলে যেকোনো সময়েই করতে পারবেন। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সৌদি আরবের কেউ চাইলে যেকোনো সময়ই ওমরাহ করতে পারবেন। এটাতে কোনো বাধা নেই। আপনি সেখানে থাকলে আপনি যেকোনো সময়েই করতে পারবেন। এমনকি হজের দিনও করতে পারবেন। এটাতে কোনো সমস্যা নেই। ওই সময়টা হাজি সাহেবদের সুবিধার জন্য ওমরাহর ভিসা দেওয়া হয় না। আপনি যেতে হলে শাওয়ালে চেষ্টা করবেন।