আপনার জিজ্ঞাসা
ছয় রোজা না রাখলে গুনাহ হবে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
রমজান উপলক্ষ্যে আপনার জিজ্ঞাসার বিশেষ আয়োজনের ২২তম পর্বে টেলিফোনের মাধ্যমে মোহাম্মদ জাফর জানতে চেয়েছেন, ছয় রোজা না রাখলে গুনাহ হবে কি না? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : ছয় রোজা না রাখলে গুনাহ হবে কি?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। শাওয়াল মাসের ছয় রোজা রাখাটা অনেক গুরুত্বপূর্ণ। এর ফজিলত অনেক বেশি। তবে, না রাখলে কোনো গুনাহ হবে না। কিন্তু, রাখাটা গুরুত্বপূর্ণ। এ রোজা রাখলে অনেক সওয়াব। আপনি এ রোজা রাখলে পুরো শাওয়াল মাস ধরেই রাখতে পারবেন। দেরি করে রাখলেও অসুবিধা নেই। শাওয়াল মাসের মধ্যেই আপনাকে রাখতে হবে। এটা নিয়ে অনেক হাদিস আছে। এটা নিয়ে বিস্তারিত অনেক বার বলেছিও। আপনি বই দেখে নেবেন। এ রোজার অনেক ফজিলত, যা অল্প সময়ে ব্যাখ্যা করলে শেষ হবে না। এ রোজা রাখা উচিত।