আপনার জিজ্ঞাসা
জান্নাতে যাওয়া নারীরাই কি হুর হবেন?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৯১৩তম পর্বে ই-মেইলের মাধ্যমে মোহাম্মদ ফরিদ জানতে চেয়েছেন, জান্নাতে যাওয়া নারীরাই কি হুর হবেন? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : কুরআনে হুরদের কথা বর্নিত আছে। আমার প্রশ্ন হলো, পৃথিবী থেকে যেসব নারী জান্নাতে যাবেন তারাই কি হুর? আমি শুনেছি, জান্নাতে একজন পুরুষ ৭২ জন হুর পাবেন। এখন এই ৭২ জন হুর কি পৃথিবীর নারীরা?
উত্তর : ধন্যবাদ আপনাকে। পৃথিবীর কোনো নারী বা মানুষ থেকে হুর নয়, এটা আল্লাহ সম্পূর্ণ আলাদা করে সৃষ্টি করে দেবেন। সেটা সেখানকার সৃষ্টি। নতুন করে সৃষ্টি সেখানকার সৃষ্টি এটা। এটার সঙ্গে দুনিয়ার নারীদের কোনো সম্পর্ক নেই। ৭২ জন হুর পাবেন এ ব্যাপারে হাদিস আছে। তবে সবাই ৭২ জন করে পাবেন নাকি একেক জন একেকরকম সে ব্যাপারে অনেক আলোচনা রয়েছে।