আপনার জিজ্ঞাসা
জুমার দিনে গোসল করা নিয়ে ইসলাম কী বলে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৬৩৫তম পর্বে সাভার থেকে চিঠির মাধ্যমে ইকতেখার আলম টুটুল জানতে চেয়েছেন, জুমার দিনে গোসল করা নিয়ে ইসলাম কী বলে? অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া।
প্রশ্ন :জুমার দিনে গোসল করা নিয়ে ইসলাম কী বলে? গোসল কি করতেই হবে?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। রাসুল (সা.)-এর হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, যাদের জন্য জুমা ওয়াজিব, তাদের জন্য জুমার দিনে গোসলও ওয়াজিব। সুতরাং, জুমার দিনে গোসল করা আবশ্যক, যদি আপনি জুমার সালাতে অংশ গ্রহণ করতে চান। এই মাসয়ালা নিয়ে আলেমদের দ্বিমত আছে, কেউ কেউ মোস্তাহাব, উত্তম বা সুন্নাহ বলেছেন। তবে একাধিক হাদিসের মধ্যে নবী করিম (সা.) ওয়াজিব শব্দটি ব্যবহার করেছেন এবং ওয়াজিবের দিকে ইঙ্গিত করেছেন, তাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা নিয়ে কোনো সন্দেহ নেই।