আপনার জিজ্ঞাসা
পুরোনো রোজা পূরণ করা নিয়ে ইসলাম কী বলে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৮১৭তম পর্বে ই-মেইলের মাধ্যমে নিউজিল্যান্ড থেকে ইয়াসমিন নামের একজন জানতে চেয়েছেন, পুরোনো রোজাগুলো পূরণ নিয়ে ইসলাম কী বলে? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : নিউজিল্যান্ডে আসার পর প্রথম দুই বছর আমি রোজা রাখতে পারিনি। এখন সব রাখি। এখন আমার প্রশ্ন হলো, পুরোনো রোজাগুলো পূরণ নিয়ে ইসলাম কী বলে? আমি যদি এতিমখানায় ৬০ জনকে এক বেলা ইফতার করাই, তাহলে কি সহিহ হবে?
উত্তর : এক্ষেত্রে প্রথম কথা হলো, আপনি যদি পারেন, এ রোজাগুলো সম্ভব হলে কাজা করুন। এই ৬০টি সিয়াম আপনি ভেঙে ভেঙে রেখে দিতে পারেন। দুই মাসের রোজা ভেঙে ভেঙে রাখা কঠিন কিছু নয়। আপনি এক বছরের মধ্যেই রেখে ফেলার চেষ্টা করবেন। এটাই আপনার জন্য বেশি উত্তম। এটা আল্লাহর বিধান। আর আপনার সক্ষমতা যদি থাকে, তাহলে সিয়াম পালন করাটাই আপনার জন্য বিধান। তবে, যদি আপনার পক্ষে এগুলো করা সম্ভব না হয়, কিংবা কঠিন হয়ে যাচ্ছে বলে মনে হয়, তখন আপনি ফিদিয়া আদায় করতে পারবেন। খুব কঠিন হয়ে গেলে এটা জায়েজ আছে। সেক্ষেত্রে ৬০ জন মিসকিনকে আপনার পরিপূর্ণ খাবার দিতে হবে। ইফতারটা এখানে যথেষ্ট হবে না। ইফতার তো নাশতা। আপনাকে পরিপূর্ণভাবে খাবার দিতে হবে। আর, যাদের খাওয়াবেন, তাদের দরিদ্র হতে হবে, নয়তো আদায় হবে না।