আপনার জিজ্ঞাসা
মসজিদ ছাড়া অন্য জায়গায় কি জুমার সালাত পড়া যাবে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার একটি পর্বে মসজিদ ছাড়া জুমার সালাত অন্য জায়গায় আদায় করা যাবে কি না, সে বিষয়ে ই-মেইলে জানতে চেয়েছেন আফজাল হোসেন। অনুলিখন করেছেন সাইফ আহমেদ।
প্রশ্ন : আমাদের মহল্লার মসজিদ বন্যার পানিতে ডুবে গেছে। এখন কি আমরা সবাই ঘরে জুমার সালাত ঘরে কিংবা অন্য জায়গায় আদায় করতে পারব?
উত্তর : ধন্যবাদ আপনাকে। ঘরে যদি জায়গা থাকে সেখানে একত্রিত হয়ে সালাত আদায় করা যাবে। সেখানে জুমার সালাত আদায় করতে কোনো ধরনের বাধা নেই। এটা শর্ত নয় যে, জুমার সালাতের জন্য মসজিদ থাকতে হবে। যদি কোনো কারণে মসজিদ পুড়ে যায় বা ডুবে যায় তাহলে মাঠেও একত্রিত হয়ে জুমার সালাত আদায় করতে পারবেন। তবে প্রত্যেকে বাড়িতে আলাদা আলাদা করে জুমার সালাত আদায় করতে পারবেন না। অনেকে একত্রিত হয়ে ঘরে সালাত আদায় করতে পারবেন। আর যারা এখানে অংশ গ্রহণ করতে পারেননি তারা একদল আদায় করার পর আদায় করবেন। যারা আদায় করতে পারেননি তারা পরে জোহরের সালাত আদায় করবেন।