আপনার জিজ্ঞাসা
মহিলাদের নাক-কান ছিদ্র করা নিয়ে ইসলাম কী বলে?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৮৯৪তম পর্বে ই-মেইলের মাধ্যমে সৌদি আরব থেকে একজন জানতে চেয়েছেন, মহিলাদের নাক-কান ছিদ্র করা নিয়ে ইসলাম কী বলে? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : মহিলাদের নাক-কান ছিদ্র করা নিয়ে ইসলাম কী বলে?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। মহিলাদের নাক-কান ছিদ্র করে অংলকার ব্যবহার করার বিষয়টি জায়েজ আছে। এভাবে মহিলাদের সৌন্দর্য বর্ধন করা জায়েজ। এটা নিয়ে কোনো সংশয় নেই। এটা করলে নারীদের সৌন্দর্য নষ্ট ও সৃষ্টিগত কোনো বিকৃতি হয় না। তাই এটি জায়েজ আছে। যদি সৃষ্টিগত কোনো সৌন্দর্য নষ্ট হয় তখন সেটা নারী-পুরুষ কারও জন্যই জায়েজ নেই। আবার নারীদের জন্য সৌন্দর্য বাড়ানোর জন্য নাক-কান ছিদ্র করা জায়েজ হলো পুরুষদের জন্য নই। এটা শুধু নারীদের জন্য। ইসলামে একটা নীতিই আছে—পুরুষ মহিলাদের মতো সাজবে না আবার মহিলারাও পুরুষদের মতো সাজবে না। এটাই মূল কথা।