আপনার জিজ্ঞাসা
শরীরে দীর্ঘমেয়াদী অসুস্থতা থাকলে কি পাপমোচন হয়?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৮৬৮তম পর্বে ই-মেইলের মাধ্যমে একজন জানতে চেয়েছেন, শরীরে দীর্ঘমেয়াদী অসুস্থতা থাকলে কি পাপমোচন হয়? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : শরীরে দীর্ঘমেয়াদী অসুস্থতা থাকলে কি পাপমোচন হয়?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। অসুস্থতার মাধ্যমে আল্লাহতায়ালা পাপ মুছে দেন। এগুলো গুনাহর কাফফারা। অসুস্থতা ও ব্যথা—এ সবই গুনার কাফফারা হয়। এগুলোর মাধ্যমে আল্লাহ বান্দার গুনাহ মুছে দিতে পারেন। তবে, এখানে কিছু বিষয় আছে। যেমন—অবশ্যই তাঁকে পরিপূর্ণ রূপে ঈমানদার হতে হবে। এ ছাড়া কোনোভাবেই আস্থা হারানো যাবে না। অপেক্ষা করতে হবে তাঁকে। কোনো ধরনের অভিযোগ করবে সে না বরং আল্লাহর শুকরিয়া আদায় করবে। সওয়াবের জন্য দোয়া করবে। এটার মাধ্যমে যেন গুনাহ মুছে দেন সেজন্য আল্লাহর কাছে দোয়া করবেন। এখন, কেউ অসুস্থ হয়ে মানুষকে বলছেন, আবার আল্লাহকেও অভিযোগ দিচ্ছেন, তাঁদের বেলায় গুনাহ মোচন হবে না। সুতরাং এটাতে কোনো অভিযোগ না করে পরীক্ষা হিসেবে মেনে নেওয়া।