আপনার জিজ্ঞাসা
সালাতরত অবস্থায় ইমামের মৃত্যু হলে কী করণীয়?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৮১৫তম পর্বে ই-মেইলের মাধ্যমে সাভার থেকে হেলাল আহমেদ নামের একজন জানতে চেয়েছেন, সালাতরত অবস্থায় ইমামের মৃত্যু হলে কী করণীয়? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : সালাতরত অবস্থায় ইমামের মৃত্যু হলে কী করণীয়?
উত্তর : সালাতরত অবস্থায় যদি ইমামের মৃত্যু হয়, তাহলে একদল লোক ইমামের লাশের সঙ্গে বের হতে পারবেন। আর, বাকিদের মধ্যে যেকোনো একজন ইমামের ভূমিকা পালন করবেন। যেকোনো একজন ইমামতি করবেন। যেখানে ইমাম শেষ করেছেন, সেখান থেকেই তিনি শুরু করবেন। যদি মনে করেন, ইমাম রুকু পর্যন্ত পড়িয়েছেন, তাহলে তিনি আওয়াজ করে তাকবির দিয়ে রুকুতে চলে যাবেন। মানে, ইমাম যতটুকু করেছেন, তারপর থেকে মুক্তাদির করবেন। আর, মুক্তাদিদের মধ্যে কেউ যদি এ মাসআলা না জানেন, কিংবা ইমামতি না করতে পারেন, তাহলে নামাজের বাকি অংশটুকু বাকিরা নিজেরা নিজেদের মতো পড়ে নেবেন, তাহলেই হবে। ইমামের সঙ্গে যতটুকু পড়লেন, তা তো পড়লেনই, যা পাননি, বাকিটুকু নিজেরা শেষ করবেন। বাকিরা যদি একাও সালাত আদায় করেন, সেটাও হয়ে যাবে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই।