আপনার জিজ্ঞাসা
মানসিক অসুস্থতায় সালাত না পড়লে কি আল্লাহ ক্ষমা করবেন?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩১৮৮তম পর্বে একজন থেকে জানতে চেয়েছেন,মানসিক অসুস্থতার সালাত না পড়লে কি আল্লাহ ক্ষমা করবেন? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : মানসিক অসুস্থতার কারণে সালাত না পড়লে কি আল্লাহ মাফ করবেন?
উত্তর : অবশ্যই আল্লাহ ক্ষমা করবেন। কেন করবেন না? যদি আল্লাহর কাছে আপনি ক্ষমা ঠিকমতো চাইতে পারেন তাহলে ক্ষমা পাবেন। আপনি তওবা করেন, কান্নাকাটি করেন, ক্ষমা চান। আল্লাহ নিশ্চিয়ই করবেন। আপনার কথায়, হতাশার ছাপ। আল্লাহ বান্দাকে শুধু জাহান্নামে পাঠানোর জন্য পাঠাননি। আল্লাহ ক্ষমার জন্য অনেক পথ খোলা রেখেছেন। অনেক রহমত আল্লাহর। আল্লাহর রহমত অনেক আগে, শাস্তি অনেক পরে। তাই আমাদের রহমতের পথেই থাকা নিয়ে চিন্তা করি। আপনি আল্লাহর বিধান পালন করুন। আল্লাহ বান্দাদের জন্যই জান্নাত তৈরি করেছেন। কিন্তু আমরা শুধু চেষ্টা করে যাব। চেষ্টা করলেই সম্ভব।